এ্যাম্বুল্যান্সকে বিহঙ্গের আঘাত,রোগীসহ আহত ৫

 পপুলার২৪নিউজ প্রতিবেদক:

রাজধানী ঢাকার বিজয় সরণীতে সড়ক দুর্ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

তাদের সবাইকে পঙ্গু হাসপাতালসহ অন্যান্য হাসপাতালে পাঠানো হচ্ছে। রবিবার সকাল ১২টা ২০মিনিটে বিজয় সরণী এলাকায় চন্দ্রিমা উদ্যানের সামনে এ ঘটনা ঘটে।জানা গেছে, আজ সকাল ১২টা ২০মিনিটে বিজয় সরণী এলাকায় চন্দ্রিমা উদ্যানের সামনে একটি এ্যাম্বুল্যান্সকে পিছন থেকে সজোরে আঘাত করে বিহঙ্গ পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস। এতে ওই এ্যাম্বুল্যান্সের ভিতরে  থাকা রোগীসহ পাঁচজন আহত হয়। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালসহ অন্যান্য হাসপাতালে পাঠায়। এ সময় ঘাতক বাসচালক ও তার সহকারীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

একজন প্রত্যক্ষদর্শী বলেন, বিহঙ্গ পরিবহন প্রায়ই এ ধরনের ঘটনা ঘটায়। এ নিয়ে পরিবহন কর্তৃপক্ষের কোনো নজরদারী নেই।

ট্রাফিক ইন্সপেক্টর কামরুল এ দুর্ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

পূর্ববর্তী নিবন্ধচুয়াডাঙ্গায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে ২ জনের মৃত্যু
পরবর্তী নিবন্ধটেকনাফে চার লাখ ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিক আটক