এ্যানির বিরুদ্ধে দুদকের মামলা ৬ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

পপুলার২৪নিউজ প্রতিবেদক :
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিএনপির প্রচার সম্পাদক সাবেক সংসদ সদস্য শহীদউদ্দিন চৌধুরী এ্যানির বিরুদ্ধে দুদকের করা মামলা বাতিল চেয়ে করা আবেদন (ফৌজদারি রিভিশন) খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে স্থগিতাদেশ প্রত্যাহার করে বিচারিক আদালতকে ছয় মাসের মধ্যে মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কেএম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

২০১৪ সালের ৯ অক্টোবর শহীদউদ্দিন চৌধুরী এ্যানির বিরুদ্ধে মামলা করে দুদক। রাজধানীর রমনা থানায় দুদকের উপপরিচালক মো. মঞ্জুর মোর্শেদ বাদী হয়ে এ মামলা করেন।

অভিযোগে বলা হয়, শহীদউদ্দিন চৌধুরী এ্যানি দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ১৩ লাখ ১৩ হাজার ৯৪০ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। এ ছাড়া দুদকের অনুসন্ধানে তার বিরুদ্ধে ১ কোটি ৪০ লাখ ৪২ হাজার ৬৭০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে।

পূর্ববর্তী নিবন্ধশ্রীলঙ্কায় মুসলিমদের ওপর হামলা নিহত ১, কারফিউ জারি
পরবর্তী নিবন্ধএতিমদের সাথে ছাত্রলীগ নেত্রী শামীম সীমার ইফতার বিতরণ