প্রধান বিচারপতির পদত্যাগপত্র বঙ্গভবনে

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার পদত্যাগপত্র বঙ্গভবনে পৌঁছেছে। রাষ্ট্রপতির প্রেস সেক্রেটারি জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রধান বিচারপতি এসকে সিনহা পদত্যাগ করেছেন বলে শনিবার সকাল থেকেই গুঞ্জন ছিল।

জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘প্রধান বিচারপতির পদ থেকে পদত্যাগ চেয়ে এসকে সিনহার আবেদনটি রাষ্ট্রপতির কার্যালয়ে পৌঁছেছে। সিঙ্গাপুরস্থ বাংলাদেশের হাইকমিশনের মাধ্যমে এই আবেদনপত্রটি এসেছে।’

শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছিলেন, তিনি পদত্যাগপত্র পাঠালে, সেটা মহামান্য রাষ্ট্রপতির কাছে পাঠাবেন। আমি যতদূর জানি, এখনও কোনো পদত্যাগপত্র মহামান্য রাষ্ট্রপতির কাছে পৌঁছায়নি। যখন পৌঁছাবে তখন আকাশে চাঁদ উঠার মত আপনারাও (সাংবাদিকরা) জানতে পারবেন।

পূর্ববর্তী নিবন্ধচাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবি
পরবর্তী নিবন্ধমোবাইল ফোনে নিয়ন্ত্রণযোগ্য স্মার্ট টিভি আনলো ওয়ালটন