পপুলার২৪নিউজ ডেস্ক :
ছুটি শেষ। আবার ক্রিকেটে ফিরছেন তামিম। ইংল্যান্ডে এসেক্স ঈগলসের হয়ে ন্যাটওয়েস্ট টি ২০ ব্লাস্টে খেলবেন তিনি। আজ সকালে ঢাকা ছাড়বেন।
সব ঠিক থাকলে সোমবার জাতীয় দলের অনুশীলন ক্যাম্প শুরু হবে। ক্যাম্পে থাকছেন না তামিম। তিনি তখন ব্যস্ত থাকবেন ইংল্যান্ডের ন্যাটওয়েস্ট টি ২০ ব্লাস্টে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্সের পর এসেক্সের হয়ে খেলার প্রস্তাব পান তামিম। সুযোগ হাতছাড়া করতে চাননি। বিসিবির অনুমতিও পেয়েছেন। এসেক্সের হয়ে নয় ম্যাচ খেলে ফিরে আসবেন অস্ট্রেলিয়া সিরিজের আগে। আগস্টের প্রথম সপ্তাহে ফেরার কথা তার।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ শুরু হওয়ার কথা ২২ আগস্ট। এদিকে শুক্রবার শুরু হচ্ছে টি ২০ ব্লাস্ট। শেষ হবে ২ সেপ্টেম্বর।
কাল বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘তামিম বিসিবির কাছে আবেদন করেছিল। বিসিবি থেকে ইংল্যান্ডে খেলার ব্যাপারে তাকে অনাপত্তিপত্র দেয়া হয়েছে।’
ইংল্যান্ড-যাত্রার আগে বুধবার মিরপুরে ইনডোরে বোলিং-মেশিনে অনুশীলন করেছেন তামিম। আজ প্রথম ম্যাচে তামিমের এসেক্সের প্রতিপক্ষ সারে। এ ম্যাচে অবশ্য তামিমের খেলা হচ্ছে না। তবে ৯ জুলাই বেকেনহ্যামে কেন্টের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে দেখা যেতে পারে তাকে।
টি ২০ ব্লাস্টে এসেক্সের অধিনায়ক রায়ান টেন ডয়েসচাট। তামিম সতীর্থ হিসেবে পাবেন অ্যালিস্টার কুক, রবি বোপারা, আসহার জাইদির মতো ক্রিকেটারদের। এর আগে ২০১২ সালে ইংল্যান্ডের ঘরোয়া টি ২০তে খেলেছিলেন তামিম। সেবার নটিংহ্যামশায়ারের হয়ে পাঁচ ম্যাচে খেলার সুযোগ হয়েছিল তার।