এসবিএসি ব্যাংক গ্রাহকরা এসএসএলের মাধ্যমে সেবা-পণ্যক্রয়ে ইএমআই সুবিধা পাবেন

পপুলার২৪নিউজ ডেস্ক:
সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক এবং অনলাইন পেমেন্ট গেটওয়ে প্রতিষ্ঠান এসএসএল ওয়ারলেসের মধ্যকার এক সমঝোতা চুক্তি স্বাক্ষর মঙ্গলবার ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্বে) তারিকুল ইসলাম চৌধুরী এবং এসএসএলের চিফ অপারেটিং অফিসার আশিষ চক্রবর্তী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এসময়ে ব্যাংকের মানবসম্পদ বিভাগের প্রধান মো. গোলাম নবী, এসইভিপি মো. কামাল উদ্দিন, মহাব্যবস্থাপক মো. হাফিজুর রহমান ও আলতাফ হোসেন, কার্ড ডিভিশনের প্রধান মোহাম্মদ শফিউল আজম প্রমুখ উপস্থিত ছিলেন। চুক্তি অনুযায়ী, এসবিএসি ব্যাংকের কার্ডধারীরা পাঁচ হাজার টাকা ও তার অধিকমূল্যের সেবা ও পণ্য ক্রয়ে বিনাসুদে ৩ থেকে ২৪ মাস পর্যন্ত বিল পরিশোধে ইএমআই সুবিধা পাবেন।

পূর্ববর্তী নিবন্ধজগন্নাথপুরে ডাউকা নদীর সেতুর সংযোগ সড়কে ধস
পরবর্তী নিবন্ধদর্শনা মহাসড়কে গাছ ফেলে ডাকাতি