এসএসসি ও এইচএসসি পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন কেন নয় : হাইকোর্ট  

পপুলার২৪নিউজ প্রতিবেদক:এসএসসি, এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের খাতা পুনর্মূল্যায়নের বিধান না থাকা কেন অবৈধ ঘোষণা করা হবে না -তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বিত বেঞ্চ এ রুল জারি করেন। রুলে শিক্ষা সচিবসহ মোট ২১ জনকে আগামী ২ সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

রুল জারির বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাডভোকেট সিকদার মাহমুদুর রাজি।

পূর্ববর্তী নিবন্ধসন্ধ্যায় দেশে ফিরছেন ফখরুল
পরবর্তী নিবন্ধনিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যানকে হাইকোর্টে তলব