স্পোর্টস ডেস্ক : আসন্ন এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন পাকিস্তানের পেসার শাহীন শাহ আফ্রিদি। তাতে কপাল খুলেছে মোহাম্মদ হাসনাইনের। সোমবার পাকিস্তান ক্রিকেট বোর্ড এক বিজ্ঞপ্তি দিয়ে ডানহাতি ফাস্ট বোলারকে স্থলাভিষিক্ত করার খবর জানিয়েছে।
২২ বছর বয়সী হাসনাইন পাকিস্তানের হয়ে ১৮ টি-টোয়েন্টি খেলেছেন, নিয়েছেন ১৭ উইকেট।
যুক্তরাজ্য থেকে সরাসরি আমিরাতে পাকিস্তান দলে যোগ দেবেন হাসনাইন। দ্য হান্ড্রেডে তিনি খেলছেন ওভাল ইনভিন্সিবলসের হয়ে।
আফ্রিদি হাঁটুতে চোট পেয়েছেন। শনিবার পাকিস্তান ক্রিকেট বোর্ড জানায়, সেরে উঠতে ৪-৬ সপ্তাহ বিশ্রাম নিতে হবে এই পেসারকে। তাতে এশিয়া কাপে তার দর্শক হয়ে থাকা নিশ্চিত। এমনকি ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজেও তাকে নিয়ে রয়েছে অনিশ্চয়তা।
আসিফ আলী, হায়দার আলী, ইফতিখার আহমেদ ও উসমান কাদির মঙ্গলবার দুবাইয়ের উদ্দেশে রওনা হবেন। নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ানডে স্কোয়াডে থাকা আব্দুল্লাহ শফিক, ইমাম উল হক, মোহাম্মদ হারিস, সালমান আগা ও জাহিদ মেহমুদের স্থলাভিষিক্ত হবেন তারা।
আগামী ২৮ আগস্ট দুবাইয়ে গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের সঙ্গে খেলবে পাকিস্তান। ২ সেপ্টেম্বর শারজায় তাদের প্রতিপক্ষ বাছাই থেকে আসা দল।