স্পোর্টস ডেস্ক : আসন্ন এশিয়ান কাপের বাছাইপর্বের ড্রয়ে গ্রুপ ‘ই’-তে পড়েছে জামাল ভূঁইয়ারা। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ মালয়েশিয়া, তুর্কমেনিস্তান এবং বাহরাইন।
আজ বৃহস্পতিবার দুপুরে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে এই ড্র অনুষ্ঠিত হয়েছে। এই নিরপেক্ষ ভেন্যুতে গিয়েই খেলতে হবে বাংলাদেশকে।
রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে চলতি বছরের ৮ থেকে ১৪ জুন অনুষ্ঠিত হবে বাছাইপর্বের এই ম্যাচগুলো।
২০২৩ এশিয়ান কাপের মূল পর্বে অংশ নেবে ২৪টি দেশ। স্বাগতিক চীনসহ এরই মধ্যে ১৩ দেশ সরাসরি মূল পর্ব নিশ্চিত করেছে। বাছাইপর্ব থেকে মূল পর্বে জায়গা করে নেবে ১১টি দেশ। বাছাইপর্বের ছয় গ্রুপের সেরা ছয় দল এবং সেরা পাঁচ রানার্সআপ নিশ্চিত করবে মূল পর্ব।
আয়োজক দেশ চীনসহ সরাসরি মূলপর্বে সুযোগ পাওয়া ১২ দল হল- সিরিয়া, অস্ট্রেলিয়া, ইরান, সৌদি আরব, জাপান, দক্ষিণ কোরিয়া, সংযুক্ত আরব আমিরাত, ওমান, ইরাক, ভিয়েতনাম, লেবানন, কাতার।