এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যান “কোয়্যার” এর ফরাসী দূতাবাসে বিশ্ব সঙ্গীত দিবসে পরিবেশনা

পপুলার২৪নিউজ ডেস্ক

আর্ন্তজাতিক বিশ্ববিদ্যালয় এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যান (এ.ইউ.ডব্লিউ)
কোয়্যার দল ফরাসী দূতাবাসের আয়োজনে অনুষ্ঠিত বিশ্ব সঙ্গীত দিবসের কনসার্টে
এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যান (এ.ইউ.ডব্লিউ) কোয়ার দলের সহকারী পরিচালক ইথান
গোল্ডবাচ ও আলিয়্যাস ফ্রসেজ ,চট্টগ্রামের পরিচালক ড.সেলভাম থোরেজ এর নেতৃত্বে
অংশগ্রহন করে ।
এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যান (এ.ইউ.ডব্লিউ) কোয়ার দলের ১৪ টি দেশের ৩৬ জন
ছাত্রীর পরিবেশনায় কোয়ার দল অংশগ্রহন করে । বাংলাদেশে নিযুক্ত ফরাসী
রাষ্ট্রদূত এইচ.ই.মিসেস মারিয়া অনিক বোর্ডিন সহ
যুক্তরাষ্ট্র,ফিলিস্তিন,ব্রাজিল,আর্জেন্টিনার রাষ্ট্রদূত ও কূটনীতিক এবং
গনমান্য ব্যাক্তি বর্গ এই পরিবেশনা উপভোগ করে ।
ড.সেলভাম থোরেজ এর পরিচালনায় কোয়্যার দল দীর্ঘ একঘন্টার পরিবেশনায় ১০টির অধিক
ফরাসী,পুরোনো ইংরেজী,ল্যাটিন ভাষায় প্রনীত ধর্মনিরপেক্ষ,ও ধর্মীয় গান পরিবেশন
করে । কনসার্টে ক্যান্টাস গ্রেগরিয়ান ক্লাসিকগুলির মতো হডি ক্রাইস্টাস
নাটাসএস্ট ও সেলভে রেজিনির মত আধুনিক গায়কী ধারার ফরাসী গান কোয়ান অন অন’এ
ল্যা’মর এবং কলচিক্স ড্যান্স লেজ প্রেজ এর ধারার গান পরিবেশিত হয় ।
কনসার্টে একটি কাপেলা পরিবেশিত হয় । এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যান
(এ.ইউ.ডব্লিউ) কোয়্যার দল বিদেশী ভাষার গান সমূহ কোন রকম বাদ্য যন্ত্র বা
অর্কেস্ট্রো ছাড়া গান পরিবেশন করে তাদের মেধার সাক্ষর রাখেন এবং আগত দর্শকদের
উপভোগ্যের মাধ্যমে প্রেরনা যোগান ।
বাংলাদেশে নিযুক্ত ফরাসী রাষ্ট্রদূত এইচ.ই.মিসেস মারিয়া অনিক বোর্ডিন বলেন“
এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যান (এ.ইউ.ডব্লিউ) কোয়্যার দল এর পরিশেনায় “আজকের
এই আয়োজন এবং পরিবেশনা আমাদের এবং আগত দর্শকশ্রোতাদেরকে মুগ্ধ করেছে । এবং
আমরা আগামীতে ও এই আয়োজনের পরবর্তী সংস্করণের জন্য অপেক্ষা করছি।” আলিয়্যাস
ফ্রসেজ ,চট্টগ্রামের পরিচালক ড.সেলভাম থোরেজ এর সহযোগিতায় আলিয়্যাস ফ্রসেজ
চট্টগ্রাম এই অনুষ্টানটির স্পন্সর করে । উল্লেখ্য ড.সেলভাম থোরেজ চট্টগ্রামের
শিল্প এবং সংস্কৃতিক পরিমন্ডলে তথা এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যান এর একজন
অনন্য সহযোগী । আর এই কনসার্টটি আলিয়্যাস ফ্রসেজ এর এক অনন্য কার্যক্রম এর অংশ
যার অভিষ্ঠ লক্ষ্য নারী শিক্ষা ও তাদের ক্ষমতায়নকে শিল্প ও সংস্কৃতির বিকাশের
মাধ্যমে আরো উৎসাহিত করা । এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যান (এ.ইউ.ডব্লিউ) দাতা
ও সম্পন্সরদের সহযোগিতার মাধ্যমে এই জাতীয় কার্যক্রম গুলোকে আরো বৃদ্ধি করবে।
এবং ২০১৯ সালের শরৎকালীন আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে পারফর্মিং আর্ট বিষয়ক একটি
কোর্স অর্ন্তভূক্ত করবে ।
২০০৮ সালে চট্টগ্রামে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যান (এ.ইউ ডব্লিউ) যাত্রা
শুরু করে । বিশ্ববিদ্যালয়টি এতদঅঞ্চলের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান যেটি
আর্ন্তজাতিক পর্যায়ে নারীদের শিক্ষা ও নেতৃত্ব উন্নয়ন ও বিকাশে অবদান রাখছে
,যার শেকড় রয়েছে এশিয়ার জনগণের আকাঙ্খা ও প্রত্যাশা । বর্তমানে বিশ্বের ১৫ টি
দেশের মেয়েরা এশিয়ানইউনিভার্সিটি ফর উইম্যান (এ.ইউ ডব্লিউ) এ অধ্যায়ন করছে ।এই
বিশ্ববিদ্যালয়টি এতদঅঞ্চল তথা এশিয়ার নারীদের নারী নেতৃত্ব,উদ্যোক্তা এবং সমাজ
পরিবর্তনের অবদানের জন্য নারী নেটওয়ার্ক তৈরি করার জন্য অসাধারণ ভাবে সহযোগিতা
করে আসছে । পাশাপাশি এটি এমন সব নারীদের জন্য কাজ করছে ,যাদের মধ্যে রয়েছে
অসাধারণ শিক্ষার সম্ভাবনা, সাহসী মনোভাব এবং সকল প্রকার অন্যায় অবিচারের
বিরুদ্ধে গিয়ে সমাজ বির্নিমানে নিজেদের তৈরি করার অপার আগ্রহ । এই
বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের মধ্যে বেশীর ভাগই হলো তাদের পরিবারের ১ম সন্তান যে
বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াশোনা করেছে । বিশ্ববিদ্যালয়ের ৯৮% ছাত্রী বিশ্বের
১০০% বৃত্তি বা প্রায় ১০০% বৃত্তি নিয়ে পড়া লেখা করে আসছে । এশিয়ান
ইউনিভার্সিটি ফর উইম্যান (এ.ইউ ডব্লিউ) এর বেশির ভাগ ছাত্রী তাদের নিজ নিজ
দেশে বেসরকারী ক্ষেত্রে সুনামের সাথে কাজ করে আসছে । ২৫% ছাত্রী উচ্চতর
শিক্ষার জন্য সুযোগ গ্রহন করেছে। এই বিশ্ববিদ্যালয় হতে ¯œাতক ডিগ্রী প্রাপ্ত
ছাত্রীরা বা ইতিপূর্বে অধ্যয়নরত ছাত্রীরা বিশ্বের বড় বড় নামী দামি
বিশ্ববিদ্যালয় যেমন:- স্ট্যানফোর্ড,অক্সফোর্ড,কলম্বিয়া, ব্র্যান্ডে,সারে
বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে ।

পূর্ববর্তী নিবন্ধনোয়াখালীতে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে যুবক নিহত
পরবর্তী নিবন্ধবিএনপি কার্যালয়ের পাশে একের পর এক ককটেল বিস্ফোরণ