এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের সপ্তম সমাবর্তন ১১ মে

 

????????????????????????????????????

মুজিব উল্ল্যাহ্ তুষার,চট্টগ্রাম :

দক্ষিণ এশিয়ার নারীশিক্ষার অগ্রগামী শিক্ষাপ্রতিষ্ঠান এশিয়ান ইউনিভার্সিটি ফর
উইমেনের (এইউডব্লিউ) সপ্তম সমাবর্তন ১১ মে চট্টগ্রাম রেডিসন ব্লু হোটেলে
অনুষ্ঠিত হবে। এতে ১১ টি দেশের ১০০ শিক্ষার্থীকে ডিগ্রী প্রধান করা হবে বলে
জানানো হয়। সমাবর্তনে প্রধান অতিথি থাকবেন ইসলামীক প্রজাতন্ত্র আফগানিস্তানের
অর্থমন্ত্রী ড.মুহাম্মাদ হুমায়ন কাইয়ুমী।
শনিবার দুপুরে চট্টগ্রাম নগরীর এম এম আলী রোডস্থ এইউডব্লিউ কনফারেন্স হলে এক
মিট দ্যা প্রেস অনুষ্ঠানে এই ভর্তি কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন
বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর নির্মলা রাও। বক্তব্য রাখেন
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. ডেভ ডোল্যান্ড, পরিচালক (এডমিশন) রেহেনা খান,
পরিচালক (মার্কেটিং এন্ড স্টুডেন্ট রিক্রুটমেন্ট) সুমন চ্যাটার্জি, ক্যারিয়ার
ডেভলপমেন্ট প্রোগ্রামের প্রধান আমিনা চৌধুরী।

????????????????????????????????????

এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে শিক্ষাগ্রহণ ও গ্র্যাজুয়েশন সম্পন্ন করার
মাধ্যমে নিজেদের বদলে নেয়া ও আন্তর্জাতিকভাবে নিজেদের যোগ্য করে তোলার
অভিজ্ঞতা বর্ণনা করে বক্তব্য রাখেন স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ পাকিস্তানের
কারিমা খান, বাংলাদেশের মুনতাহা চৌধূরী এবং ফিরোজা খাতুন।
মিট দ্যা প্রেস অনুষ্ঠানে ভাইস চ্যান্সেলর নির্মলা রাও জানান, নারী শিক্ষায়
আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং অগ্রগামী দক্ষিণ এশিয়ার একমাত্র নারী
বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি ফর উইমেনে (এইউডব্লিউ)। এই বিশ্ববিদ্যালয়ে
বাংলাদেশ ছাড়াও আফগানিস্তান, ভুটান, কম্বোডিয়া, কানাডা, চায়না, ইন্ডিয়া,
ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মিয়ানমান, নেপাল, পাকিস্তান, ফিলিস্তিনি, শ্রীলঙ্কা,
সিরিয়া, ভিয়েতনাম থেকে নারী শিক্ষার্থীরা এক্সেস প্রোগ্রামের মাধ্যমে ভর্তি
হয়ে গ্র্যাজুয়েশন করার সুযোগ পাচ্ছে। বাংলাদেশী শিক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক
পরীক্ষায় অংশ নিয়েই এই বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পায়। আগামী ১২ মে থেকে
শুরু হচ্ছে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় পর্যায়ের ভর্তি কার্যক্রম।
ইউনিভার্সিটি ফর উইমেনে (এইউডব্লিউ) এর ওয়েব সাইটের মাধ্যমে অনলাইনে এবং
নিকটস্থ শিক্ষার্থীরা হার্ডকপি আবেদন পূরণ করে অফলাইনে ভর্তির আবেদন করতে
পারবে। জুন মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত ভর্তির আবেদন করা যাবে।
বর্তমানে যারা এইচএইচসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে, তারা ভর্তির জন্য আবেদন করতে
পারবে বলে মিট দ্যা প্রেস অনুষ্ঠানে জানানো হয়। এ কার্যক্রমে বাংলাদেশসহ
বিশ্বের ১৭টি দেশ থেকে ২২৭ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবে।

পূর্ববর্তী নিবন্ধদলের সবাইকে নিয়ে কাজ করতে চাই: জিএম কাদের
পরবর্তী নিবন্ধতোফায়েল আহমেদের অবস্থা উন্নতির দিকে