এরশাদ সিএমএইচে ভর্তি , ভিন্নভাবে নেয়ার কিছু নেই : মহাসচিব

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ আবারও সিএমএইচে ভর্তি হয়েছেন। সোমবার রাতে তিনি সিএমএইচে ভর্তি হন। তবে তার নিয়মিত হাসপাতালে আসা-যাওয়াকে ‘ভিন্নভাবে নেয়ার কিছু নেই’ বলে জানিয়েছেন দলের নবনিযুক্ত মহাসচিব মসিউর রহমান রাঙ্গা।

মঙ্গলবার  দুপুরে বনানীতে জাপা চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

রাঙ্গা বলেন, ‘স্যারের (এরশাদ) বাসায় নিকটাত্মীয় কিংবা স্বজন কেউই নেই। তিনি একা একা থাকতে ভয় পান। সেজন্য একটু অসুবিধাবোধ করলেই সিএমএইচে চলে যান। এটিকে ভিন্নভাবে নেয়ার কিছু নেই।’

নির্বাচন এলেই এরশাদের সিএমএইচে আসা-যাওয়া বাড়ে। এ বিষয়ে তিনি বলেন, ‘তার শারীরিক অবস্থা কখনো খারাপ, কখনো ভালো। সবাই দল থেকে মনোনয়ন চায়। একটা চাপ তো থাকেই। এ নিয়ে তিনিও (এরশাদ) খুব বিব্রতকর অবস্থায় পড়েছেন। সবকিছু মিলে চাপ এড়াতেই মাঝে মধ্যে তিনি সিএমএইচে গিয়ে থাকেন।’

পূর্ববর্তী নিবন্ধএকই চেহারার হতে গিয়ে যমজ বোনের কাণ্ড!
পরবর্তী নিবন্ধমির্জা আব্বাসের মনোনয়ন যাচাই-বাছাইয়ের নির্দেশ