এরদোগানের সাক্ষাৎ চেয়েছেন যুবরাজ

 পপুলার২৪নিউজ ডেস্ক:

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মাওলুদ জায়িশ আওগালাও বলেছেন, বুয়েনস আইরেসে আসন্ন গ্রুপ-২০ সম্মেলনের ফাঁকে সৌদি সিংহাসনের উত্তরসূরি মোহাম্মদ বিন সালমান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে দেখা করতে চেয়েছেন।

আগামী ৩০ নভেম্বর আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসে দুই দিনের গ্রুপ-২০ সম্মেলন শুরু হতে যাচ্ছে। এতে রিসেপ তাইয়েপ এরদোগান ও মোহাম্মদ বিন সালমান দুজনেই অংশ নেবেন।

যদি এরদোগান দেখা করতে রাজি হন তবে এটাই হবে যুবরাজের সঙ্গে তার প্রথম কোনো সাক্ষাৎ।

গত ২০ অক্টোবর ইস্তানবুলে সৌদি কনস্যুলেটে বিয়ের কাগজপত্র আনতে গিয়ে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্টের প্রদায়ক জামাল খাশোগি।

তবে ওয়াশিংটনে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে যুবরাজের কথোপকথনের রেকর্ডিং থাকার খবরের বিষয়ে কিছু বলেননি তুর্কি পররাষ্ট্রমন্ত্রী।

বলা হয়েছে, ওই ফোন রেকর্ডিংয়ে খাশোগিকে স্তব্ধ করিয়ে দেয়ার নির্দেশ দিয়েছিলেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

পূর্ববর্তী নিবন্ধপ্রশাসনের কর্মকর্তাদের গোপন বৈঠকের অভিযোগ রিজভীর
পরবর্তী নিবন্ধসোনারগাঁয়ে স্টিল মিলে দগ্ধ দুই শ্রমিক নিহত