এরদোগানের রাশিয়া সফর মার্চে

পপুলার২৪নিউজ ডেস্ক:
তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইয়িপ এরদোগান আগামী ৯ মার্চ দুদিনের সফরে রাশিয়া যাচ্ছেন।

সোমবার কূটনৈতিক সূত্রের বরাতে এই খবর জানিয়েছে রুশ সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স। খবর রয়টার্সের।

ইন্টারফ্যাক্স জানায়, সফরকালে রাশিয়া-তুরস্কের মধ্যে দ্বিপাক্ষিক জোরদারের বিষয়ে কথা বলতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন তুর্কি প্রেসিডেন্ট।

রাশিয়ার রাজধানী মস্কোতে নিযুক্ত তুর্কি দূতবাসের একটি সূত্রকে উদ্ধৃত্ত করে প্রতিবেদনে বলা হয়, ‘৯ থেকে ১০ মার্চ প্রেসিডেন্ট এরদোগানের সফরের বিষয়টি আমরা নিশ্চিত করছি।

রাশিয়া ও তুরস্কের মধ্যে কূটনৈতিক উত্তেজনার পর ২০১৬ সালে  সম্পর্ক পুনঃস্থাপন করেন রুশ প্রেসিডেন্ট পুতিন এবং তুর্কি প্রেসিডেন্ট এরদোগান।

এ দুই নেতা যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ায় একটি শান্তিচুক্তিতে উপনীত হতে এবং সম্পর্ক উন্নতি করতে কাজ করছেন বলে গত মাসে জানিয়েছিলেন তুর্কি রাষ্ট্রদূত হুসেইন দিরিওজ।

পূর্ববর্তী নিবন্ধ৪ মিনিট দেরিতে আসায় চিকিৎসা করেননি ডাক্তার, শিশুর মৃত্যু!
পরবর্তী নিবন্ধসুস্থ হয়ে বাড়ি ফিরেছে নূর নাহার