স্পোর্টস ডেস্ক:
ভিয়ারিয়ালের মাঠে প্রায় ২১ হাজার দর্শকের সামনে প্রথমেই গোল হজম করে বসে রিয়াল মাদ্রিদ। ৭ মিনিটে গোল হজম করার পর যেন জ্বলে উঠেছিলেন কিলিয়ান এমবাপে। এরপর জোড়া গোল করলেন তিনি। সেই জোড়া গোলেই ২-১ ব্যবধানে গুরুত্বপূর্ণ এক জয় নিশ্চিত হলো রিয়ালের।
এ জয়ে আপাতত শীর্ষে উঠেছে রিয়াল। ২৮ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৬০। ২৬ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বার্সেলোনা। ৫৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অ্যাটলেটিকো মাদ্রিদ।
তবে আজই হয়তো রিয়ালের এই অবস্থান নড়ে যেতে পারে। কারণ, লা লিগায় হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি বার্সেলোনা এবং অ্যাটলেটিকো মাদ্রিদ। এই ম্যাচে বার্সা জিতলে তো তারাই উঠে যাবে শীর্ষে। তখন রিয়ালের সঙ্গে পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে এগিয়ে থাকবে বার্সা। সে সঙ্গে একটি ম্যাচ তখনও হাতে থাকবে।
আর যদি আজ অ্যাটলেটিকো হারিয়ে দিতে পারে বার্সেলোনাকে। তাহলে, শীর্ষে থেকে যাবে রিয়ালই। তখন অ্যাতলেতিকো উঠে যাবে দ্বিতীয় স্থানে, বার্সা নেমে যাবে তৃতীয় স্থানে।
রিয়ালর জন্য এটা গুরুত্বপূর্ণ জয়- কারণ হলো, এক সময় তারাই শীর্ষে ছিল; কিন্তু মাঝে কিছু ম্যাচে পয়েন্ট হারিয়ে তারা চলে যায় পেছনে। এখন এই ম্যাচটাতেও যদি পয়েন্ট হারাতো, তাহলে হয়তো এবারের মৌসুমে শিরোপা জয়ের ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে যেতে হতো তাদের; কিন্তু এমবাপের জোড়া গোলে সে বিপদে আর পড়তে হয়নি।