এমপি লিটনের ময়না তদন্ত চলছে

পপুলার২৪নিউজ ,জেলা প্রতিনিধি:
11দুর্বৃত্তদের গুলিতে নিহত গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য (এমপি) মঞ্জুরুল ইসলাম লিটনের ময়না তদন্ত চলছে।

রোববার সকাল ১০টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে লিটনের ময়নাতদন্ত শুরু হয়।

এদিকে এমপি লিটনের নিহতের ঘটনায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে দুই সদস্যের প্রতিনিধি দল রংপুরে গেছেন। সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে লিটনের মরদেহ দেখেন।

এরপর সাংবাদিকদের এক প্রতিক্রিয়ায় জাহাঙ্গীর কবির নানক বলেন, এমপি লিটনের হত্যাকাণ্ডের সঙ্গে জামায়াত-শিবির জড়িত। তিনি দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতার আনা হবে বলে জানান।

শনিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে নিজ বাড়িতে গুলিবিদ্ধ হন এমপি লিটন। এরপর তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সাড়ে ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যান তিনি।

গতকাল সন্ধ্যা সাড়ে ৫টার দিকে দুই মোটরসাইকেলে করে পাঁচ দুর্বৃত্ত সরকার দলীয় সংসদস সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের নিজ বাড়িতে গিয়ে তাকে গুলি করে পালিয়ে যান।

প্রত্যক্ষদর্শী দশ থেকে এগারো বছর বয়সী জুয়েল রানা ও সাইফুল ইসলাম জানান, এমপি লিটনের দেয়া ক্রিকেট ব্যাট ও বল দিয়ে তারা বাড়ির উঠোনে ক্রিকেট খেলছিলেন। লিটন তাদের খেলা দেখছিলেন। এসময় দুই মোটরসাইকেলে পাঁচজন লোক এসে এমপি লিটনকে তার ঘরের ভেতর জোর করে নিয়ে যান। সেখানে তারা তাকে গুলি করে দ্রুত মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

লিটনের চাচি শামীম আরা স্মৃতি ও তার ভাগনি শিমু আকতার জানান, গুলির শব্দ ও চিৎকার শুনে তারা দৌড়ে এসে দেখেন গুলিবিদ্ধ অবস্থায় এমপি লিটন ঘর থেকে বের হয়ে আসছে এবং চিৎকার দিয়ে বলছেন যে তাকে গুলি করা হয়েছে। এরপরই তিনি উঠোনে এসে পড়ে যান।

তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।

মঞ্জুরুল ইসলাম লিটন ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে এমপি নির্বাচিত হন। তিনি দীর্ঘদিন ধরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

পূর্ববর্তী নিবন্ধনাটোরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৪
পরবর্তী নিবন্ধঅনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট প্রত্যাহার