এমপি ওমর ফারুককে নির্বাচনী এলাকা ছাড়ার নির্দেশ

সাইদ রিপন:

নির্বাচনী বিধিমালা ভেঙে উপজেলার ভোটের প্রচারে অংশ নেয়ায় রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীকে নির্বাচনী এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (২৭ ফেব্রুয়ারি) ইসির যুগ্মসচিব ফরহাদ আহাম্মদ খান জানান, এ সংক্রান্ত চিঠি ও নির্দেশনা তারা সংসদ সদস্যের নামে পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন।

ওই চিঠিতে বলা হয়েছে, রাজশাহী-১ আসনের আওতাধীন গোদাগাড়ী উপজেলা পরিষদের একজন চেয়ারম্যান পদপ্রার্থীকে হুমকি দেয়ার অভিযোগ নিয়ে সম্প্রতি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

চিঠিতে আরও বলা হয়েছে, এ অবস্থায় যেহেতু আপনি বিধিবহির্ভূতভাবে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করছেন, তাই আপনাকে রাজশাহী-১ নির্বাচনী এলাকা (তানোর-গোদাগাড়ী) ত্যাগ করার নির্দেশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসি।

এ বিষয়ে ইসি কর্মকর্তারা জানান, ওমর ফারুক চৌধুরীকে অবিলম্বে নির্বাচনী এলাকা ছাড়ার অনুরোধ করা হয়েছে চিঠিতে।

ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ, কোনো কোনো ভোটারের ভোটকেন্দ্রে যাওয়ার দরকার নেই বলে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

সারাদেশে পঞ্চম উপজেলা নির্বাচনের প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১০ মার্চ। প্রথম ধাপের ভোটের জন্য প্রার্থীরা এখন প্রচারে রয়েছেন। চার বিভাগের ১২ জেলার ৮৭টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধজাতির উদ্দেশে ইমরান খানের ভাষণ
পরবর্তী নিবন্ধশাড়িতে আঁকা বিশ্বের বিভিন্ন ভাষার বর্ণমালা