এমপিপুত্র রনির জোড়া খুন মামলায় অধিকতর যুক্তিতর্ক ৩১ জুলাই

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

এমমিপুত্র বখতিয়ার আলম রনির বিরুদ্ধে রাজধানীর ইস্কাটনে জোড়া খুনের মামলায় অধিকতর যুক্তিতর্ক শুনানির জন্য আগামী ৩১ জুলাই দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার মামলায় অধিকতর যুক্তিতর্কের জন্য দিন ধার্য ছিল। কিন্তু এদিন আসামিপক্ষ সময় আবেদন করলে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ প্রথম আদালতের ভারপ্রাপ্ত বিচারক মঞ্জুরুল ইমাম তা মঞ্জুর করে অধিকতর যুক্তিতর্কের পরবর্তী ওই দিন ধার্য করেন।

আদালত সূত্র জানায়, ২০১৫ সালের ১৩ এপ্রিল রাত পৌনে ২টার দিকে রাজধানীর নিউ ইস্কাটনে একটি গাড়ি থেকে এলোপাতাড়ি গুলি ছোড়া হয়। এতে অটোরিকশাচালক ইয়াকুব আলী ও রিকশাচালক আবদুল হাকিম আহত হন।

পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। ওই ঘটনায় ১৫ এপ্রিল নিহত আবদুল হাকিমের মা মনোয়ারা বেগম অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত শেষে ২০১৫ সালের ২১ জুলাই ডিবি পুলিশের এসআই দীপক কুমার দাস রনির বিরুদ্ধে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন। ২০১৬ সালের ৬ মার্চ এ মামলার একমাত্র আসামি এমমিপুত্র বখতিয়ার আলম রনির বিরুদ্ধে চার্জ (অভিযোগ) গঠন করেন আদালত।

চলতি বছরের ১০ এপ্রিল উভয়পক্ষের যুক্তি উপস্থান শেষে আদালত রায় ঘোষণার জন্য ৮ মে দিন ধার্য করেন। এরপর রায় ঘোষণার ওই আদেশ প্রত্যাহার করে মামলার অধিকতর যুক্তিতর্ক শুনানির জন্য এদিন ধার্য করেন।

পূর্ববর্তী নিবন্ধঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান সাবিরা কারাগারে
পরবর্তী নিবন্ধসুনামগঞ্জের ডিসিসহ চারজনের বিরুদ্ধে রুল