এমপিওভুক্তির দাবিতে আমরণ অনশনে শিক্ষক-কর্মচারীরা

এমপিওভুক্ত করার দাবিতে টানা অবস্থান কর্মসূচি শেষে আমরণ অনশন শুরু করেছেন নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। রবিবার সকাল থেকে তাঁরা এ কর্মসূচি শুরু করেন।

গত শুক্রবার নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের নেতারা বৈঠক করে আজ থেকে এ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেন।আজ সকাল সাড়ে ১০টার দিকে এ ব্যাপারে ফেডারেশনের সভাপতি গোলাম মাহমুদুন্নবী বলেন, কিছুক্ষণ আগে থেকে তাঁরা আমরণ অনশন শুরু করেছেন।

দেশের সরকারস্বীকৃত সব মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার দাবিতে গত মঙ্গলবার থেকে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন এসব শিক্ষকরা।

পূর্ববর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর মুখ্য সচিব হলেন নজিবুর রহমান
পরবর্তী নিবন্ধবাণিজ্য মেলায় রফতানি আদেশ বাড়বে : বাণিজ্যমন্ত্রী