এমপিওভুক্তির জন্য শিক্ষকদের আন্দোলনের প্রয়োজন নেই: আইনমন্ত্রী

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

আইনমন্ত্রী অ্যাড. আনিসুল হক বলেছেন, এমপিওভুক্তির জন্য শিক্ষকদের আন্দোলন করার প্রয়েজন নেই। প্রধানমন্ত্রী বলেছেন এমপিওভুক্তির ব্যাপারে নীতিমালা তৈরা করা হবে। নীতিমালায় যারা এমপিওভুক্তির আওতায় পড়বেন তারাই হবেন।

শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের শেরে বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে মন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের পরে আর কোনো আন্দোলনের প্রয়োজন হয় না। আমাদের দিকে তাকালেই মমতাময়ী প্রধানমন্ত্রী সব দুঃখ কষ্ট বুঝতে পারেন।

তিনি বলেন, শেখ হাসিনাকে ১৭ বার হত্যার চেষ্টা করা হয়েছে। এখনো তার আশপাশ দিয়ে বুলেট ঘুরে। তবে আল্লাহ্ যাকে বাঁচান তাকে কেউ মারতে পারবে না।

বায়েক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনিরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুল কায়সার ও বায়েক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মামুন ভূইয়া প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধআন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের ১০ হাজার রান  
পরবর্তী নিবন্ধবিশ্ব ইজতেমায় মাওলানা সাদ ইস্যুর প্রভাব পড়েনি: স্বরাষ্ট্রমন্ত্রী