পপুলার২৪নিউজ ডেস্ক:
মানুষের জীবনের নানা সমস্যা নিয়ে যখন সে দ্বিধাগ্রস্ত, তখনই প্রয়োজন বিশেষজ্ঞের পরামর্শ। সম্পর্ক বিষয়ে এমনই এক সমস্যার কথা জানিয়েছেন অজ্ঞাতনামা এক তরুণী। তাকে পরামর্শ দিয়েছেন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ড. বর্ষা পাটকার।
সমস্যার কথা জানিয়ে তরুণী লিখেছেন, আমার বয়স ২২ বছর। কর্মজীবী নারী আমি। বিগত ৩ বছর ধরে একটি সম্পর্কে জড়িয়ে। আমি আমার প্রেমিককে বিয়ে করতে চাই। কিন্তু সে অনেক বেশি নিয়ন্ত্রণ করতে চায় আমাকে। আমার কোনো ছেলে বন্ধুর সঙ্গে সে কথা বলতে দেয় না। কোনো ধরনের কথাই বলার অনুমতি দেয় না সে। তার প্রতিটি কথাই শুনতে হয় আমাকে। এমনকি প্রতিদিন তার কথামতো পোশাক পর্যন্ত পরতে হয় আমাকে। অন্যথা সে দারুণ রেগে যায় আমার ওপর। আবার সে আমার জন্য আলাদা কোনো সময়ও রাখে না। অথচ বলে যে সে আমাকে ভালোবাসে। আমার পরিচিত সে মানুষগুলোকে সে পছন্দ করে কেবল তাদের সঙ্গেই যোগাযোগ রাখতে পারি আমি। সে আমার বান্ধবীদেরও পছন্দ করে না। এভাবে অনেক ক্ষেত্রেই আমি তার নির্যাতনের শিকার। মাঝে মাঝে হুমকিও দেয় যে, তার ইচ্ছামতো না চললে আমাকে ছেড়ে চলে যাবে।
এখন তার বিষয় নিয়ে আমি দ্বিধায় পড়ে গেছি। আমি একটা সঠিক সিদ্ধান্ত চাই।
বিশেষজ্ঞ: আপনি দারুণ একটা তালিকা তুলে ধরেছেন। প্রেমিক সম্পর্কে আপনার যে অভিযোগ তা সুন্দরভাবে উপস্থাপন করেছেন। নিশ্চয়ই তার কিছু ভালো দিকও রয়েছে। এমন কিছু বিষয় রয়েছে তা দেখলে আপনার ভালো লাগে। এই বিষয়গুলো আরো বেশি করতে তাকে উৎসাহিত করুন। এ সমস্যাগুলো নিয়ে তার সঙ্গে বিস্তারিত আলোচনায় বসুন। বিয়ের আগে এমন হলে বিয়ের পর স্বামী রীতিমতো নীপিড়নকারী হয়ে উঠতে পারেন। আসলে সবাই প্রিয়জনের প্রতি এমনটাই করতে চান। এর মূল কারণ তার দেখভাল করা। কিন্তু বিষয়টি সীমার বাইরে চলে যায় অনেক সময়। কিন্তু তার অর্থ এই নয় যে, সেই প্রিয়জনের পছন্দ-অপছন্দকে অবহেলা করতে হবে। আপনাদের আলোচনার ওপর নির্ভর করে ভবিষ্যতটা কেমন হতে পারে। এ বিষয়ে সচেতন ও সাবধান হোন। তাই বিয়ের প্রস্তাবে তাকে ‘হ্যাঁ’ বলার আগে আরো ভেবে দেখুন ও বুঝে নিন। সূত্র: ইন্ডিয়াটাইমস