এবার ৪ ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন হৃদয়

স্পোর্টস ডেস্ক:

চলমান ডিপিএলে মাঠের ক্রিকেট ছাপিয়ে আলোচনার কেন্দ্র বিন্দুতে এখন তাওহিদ হৃদয়ের শাস্তি কাণ্ড! এই ক্রিকেটার যেমন বারবার একই ঘটনা ঘটাচ্ছেন, তেমনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডও শাস্তি দিতে গিয়ে (বিসিবি) জল ঘোলা করছে। সর্বশেষ খবর, আরো ৪ ম্যাচের জন্য হৃদয়কে নিষেধাজ্ঞা দিয়েছে বিসিবি।

আগে থেকেই হৃদয়ের নামের পাশে ছিল ৭টি ডিমেরিট পয়েন্ট। তার সঙ্গে গতকালকের ঘটনায় নতুন করে একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে। গতকাল গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে আউট হওয়ার পর আম্পায়ারের প্রতি প্রতিক্রিয়া দেখান মোহামেডান অধিনায়ক। এরপর তাকে শুনানিতে ডাকা হলেও আসেননি।

আম্পায়ারের সঙ্গে মাঠে অসদাচারণ ও পরবর্তীতে শুনানিতে অংশ না নেওয়ায় ম্যাচ রেফারি আখতার আহমেদ লেভেল-১ অপরাধের জন্য হৃদয়কে ১০ হাজার টাকা জরিমানা করেন, সঙ্গে একটি ডিমেরিট পয়েন্টও যোগ হয় তার।

সবমিলিয়ে ৮ ডিমেরিট পয়েন্ট হওয়ায় ৪ ম্যাচের জন্য হৃদয়কে নিষিদ্ধ করেছে বিসিবি। এখন থেকেই হৃদয়ের ৪ ম্যাচের এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। আজ রোববার (২৭ এপ্রিল) এক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিসিবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ডিপিডিসিএল ২০২৪-২৫ মৌসুমের আচরণবিধির ধারা ৫.২.৬ ধারা অনুসারে, ম্যাচ রেফারি আখতার আহমেদ ১০,০০০ টাকা জরিমানা এবং আরও একটি ডিমেরিট পয়েন্ট শাস্তি হিসেবে দিয়েছেন।’

‘ম্যাচ চলাকালীন আম্পায়ারের সিদ্ধান্তে অসম্মতি প্রকাশ করায় বিসিবির আচরণবিধির ধারা ২.৮ এর অধীনে লেভেল-১ অপরাধের করেছেন হৃদয়। লেভেল ১ অপরাধের জন্য সর্বনিম্ন সতর্কতা এবং সর্বোচ্চ ৪০,০০০ টাকা জরিমানা এবং এক বা দুটি ডিমেরিট পয়েন্ট শাস্তি হিসেবে রয়েছে।’

‘সর্বশেষ একটি ডিমেরিট পয়েন্টের ফলে হৃদয়ের মোট আটটি ডিমেরিট পয়েন্ট হয়েছে। যার মধ্যে আগে থেকেই তার নামের পাশে ৭টি ডিমেরিট পয়েন্ট ছিল। ফলস্বরূপ, তিনি তাৎক্ষণিকভাবে চার ম্যাচের নিষেধাজ্ঞা ভোগ করবেন।’

পূর্ববর্তী নিবন্ধবেঙ্গালুরুকে ১৬৩ রানের লক্ষ্য দিল দিল্লি