এবার সমুদ্রেই মিলছে ক্যাপুচিনোর স্বাদ!

পপুলার২৪নিউজ ডেস্ক:

10আপনি যদি ক্যাপুচিনো কফিপ্রেমী হন তাহলে সিসিডি বা কোন কফি শপে যাওয়া ছেড়ে দিন। সোজা হাঁটুন সমুদ্রপানে। সেখানেই মিলছে ক্যাপুচিনো। অনেকটা মেঘ না চাইতেই জল। আপনা থেকেই সমুদ্রের তীরে এসে হাজির হচ্ছে রেডিমেড ক্যাপুচিনো। তবে যদি ভাবেন আপনার শখের পতেঙ্গা, কক্সবাজার কিংবা কুয়াকাটা গেলেই ফ্রি ফ্রি ক্যাপুচিনো পাবেন তা হলে সে চিন্তা সরিয়ে ফেলুন। এই ক্যাপুচিনোর জন্য একটু খরচ না করলে হয়?
এমন সামুদ্রিক ক্যাপুচিনো পেতে গেলে আপনাকে যেতে হবে ক্যাঙ্গারু দেশে অর্থাৎ অস্ট্রেলিয়ায়। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের ইয়াম্বা বিচেই মিলছে এই ক্যাপুচিনো। সারা সমুদ্রতট জুড়ে শুধুই ফেনা। এই ফেনা এতটাই গাঢ় যে তা দেখলে ক্যাপুচিনো ছাড়া কিছু মনে হবে না।
ফেনিল ক্যাপুচিনো সাগরেই দেদার ডুব দিচ্ছেন মানুষ।   স্নান করছেন ক্যাপুচিনোতে। ফেনা গাঢ় হলেও সমুদ্র তল থেকে উপরে এলেই তা আপনা থেকেই মিলিয়ে যাচ্ছে।
তবে এই ক্যাপুচিনো কিন্তু মোটেই খাওয়ার নয়। কারন বিজ্ঞানীরা জানিয়েছেন সমুদ্রের ময়লা থেকেই সৃষ্টি হয়েছে এই গাঢ় ফেনা। সমুদ্রের নুনের সঙ্গে মিশছে বিভিন্ন কেমিক্যাল, মৃত গাছ, পচা মাছ। তৈরি হচ্ছে ফেনা। সেই ফেনা এতটাই গায়ে গায়ে লেগে থাকছে যে জলের তোরে তটে ভেসে আসতে আসতে তা ক্যাপুচিনোর আকৃতি নিচ্ছে। আর এ ঢেউয়ের মাঝে সাঁতার কেটে অনেকেই যেন ক্যাপুচিনোর স্বাদ পাচ্ছেন।

পূর্ববর্তী নিবন্ধতারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
পরবর্তী নিবন্ধসবজি দীর্ঘদিন সংরক্ষণ করতে চাইলে ১৪ টিপস