এবার যানজট নেই ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে

মির্জাপুর, টাঙ্গাইল প্রতিনিধি : ঈদযাত্রায় এবার যানজট নেই ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে। নির্বিঘ্নে যান চলাচল করতে পেরে স্বস্তির কথা জানিয়েছেন যাত্রীরা। এদিকে ঢাকা রেঞ্জের ডিআইজি মো. হাবিবুর রহমান মহাসড়ক পরিদর্শন করেছেন।

রবিবার সরেজমিনে দেখা গেছে, মির্জাপুরের মির্জাপুর বাইপাস আন্ডার পাস ব্রিজ, ধেরুয়ায় রেলওয়ে ওভার ব্রিজ, কালিয়াকৈরের লতিফপুরে রেলওয়ের রেলওয়ের ওভার ব্রিজ, দেওহাটা আন্ডার পাস ব্রিজ, টাঙ্গাইলের ঘারিন্দা আন্ডার পাস ব্রিজ, চন্দ্রায় ওভার ব্রিজ ও কোনাবাড়ি ওভার ব্রিজ খুলে দেওয়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও বঙ্গবন্ধু সেতু একসেস জাতীয় মহাসড়কে নেই যানজট। এবারের ঈদে যানজট মুক্ত, নিরাপদে এবং কম সময়ে বাড়ি ফিরতে পারায় তাদের স্বস্তির কথা জানিয়েছেন যাত্রীরা।

ওভার ব্রিজসহ ছোট বড় মিলে ৩৬ ব্রিজ কালভার্ট চালু করায় যানবাহন চলাচল আরও সহজ হয়েছে। গাজীপুরের ভোগড়া থেকে টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতুর পুর্বপ্রাপ্ত পর্যন্ত প্রায় ৭৪ কি. মি. মহাসড়কের কাজ প্রায় শেষ পর্যায়ে বলে সড়ক ও জনপথ বিভাগ এবং মহাসড়কের চারলেন প্রকল্পের কাজে নিয়োজিত ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানিয়েছেন। এছাড়া দ্রুত এগিয়ে চলছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও বঙ্গবন্ধু সেতু একসেস জাতীয় মহাসড়কের চারলেন প্রকল্পের নির্মাণ কাজ।

গতকাল শনিবার ঢাকা রেঞ্জের ডিআইজ মো. হাবিবুর রহমান এ মহাসড়ক পরিদর্শন করে মির্জাপুরে পোষ্টকামুরী চরপাড়ায় সাংবাদিকদের সঙ্গে কথা বলে সন্তোষ প্রকাশ করেছেন। এ সময় ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. আসাদুজ্জামান, গাজীপুরের পুলিশ সুপার শামছুন্নাহার বেগম, টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার মো. আহাদুজ্জামান মিয়া, এএসপি (মির্জাপুর সার্কেল) দীপংকর ঘোষ, মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মিজানুল হক মিজান, ট্রাফিক পুলিশের ইন্সফেক্টর মো. ইফতেখার নাছির রোকন উপস্থিত ছিলেন।

রবিবার যাত্রী ও পরিবহন শ্রমিকরা জানিয়েছেন, প্রতি বছর রোজা ও কোরবানীর ঈদ এলেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয। ঈদের আগে ও পরে ৫-৬ দিন এই যানজট স্থায়ী থাকে। কিন্ত এ বছর হয়েছে পুরোটাই উল্টো। চন্দ্র থেকে বঙ্গবন্ধু সেতুর পুর্বপ্রাপ্ত পর্যন্ত চার লেনের কাজ মোটামুটি সমাপ্তির পথে। যাত্রীদের দর্র্ভোগের কথা চিন্তা করে যোগাযোগ ও সেতু মন্ত্রণালয় এবং চারলেন কাজে নিয়োজিত ঠিকাদারী সংস্থা ওভার ব্রিজ ও ছোট বড় মিলে ৩৬ ব্রিজের দুপাশ খুলে দেওয়ায় দ্রুত গতিতে চলছে দুদিক থেকে যানবাহন। এছাড়া চন্দ্রা থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত পর্যন্ত বসানো হয়েছে মোবাইল কোর্ট ও স্টাইকিং ফোর্স। বিভিন্ন পয়েন্টে কাজ করছেন, জেলা ও থানা পুলিশ, হাইওয়ে পুলিশ, এপিবিএন সদস্য, ট্রাফিক পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা। টাঙ্গাইল জেলা পরিবহন মালিক সমিতির সদস্যবৃন্দ এবং পরিবহন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরাও পুলিশের সঙ্গে কাজ করছেন যানমুক্ত রাখার জন্য বলে পুলিশ জানিয়েছেন।

এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার দীপংকর ঘোষ (মির্জাপুর সার্কেল) জানান, ঈদকে সামনে রেখে যানজট নিরসনের জন্য রেলওয়ের দুটি ওভার ব্রিজ ও গুরুত্বপুর্ণ ব্রিজ-কালভার্টগুলো যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। এছাড়া চারলেন প্রকল্পের কাজ দ্রুত গতিতে হওয়ায় এখন থেকে এ মহাসড়কে যানজট থাকবে না বলে তারা আশা করছেন। যানজট মুক্ত রাখতে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে স্টাকিং ফোর্স,জেলা ও থানা পুলিশ, হাইওয়ে পুলিশ, এপিবিএন ও আনসার মোতায়েন করা হয়েছে।

 

পূর্ববর্তী নিবন্ধহবিগঞ্জে ট্রেন লাইনচ্যুত, সিলেটের সাথে রেল যোগাযোগ বন্ধ
পরবর্তী নিবন্ধইসরাইলের ক্ষেপণাস্ত্র ঠেকিয়ে দিল সিরিয়া