ভারতের বহুল আলোচিত সিনেমা বাহুবলীতে অভিনয় করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ অমিত শাহ ও উত্তরখাণ্ডের মুখ্যমন্ত্রী হারিশ রাওয়াত!
চমকে ওঠার মতো সংবাদ হলেও বিষয়টি আসলে বলিউড সংশ্লিষ্ট নয়। একটি এনিমেশন ভিডিও ফুটেজে উত্তরখাণ্ডের মুখ্যমন্ত্রী হারিশ রাওয়াতকে ‘বাহুবলী’র নায়কের দৃশ্যে দেখানো হয়েছে। আর সেই ভিডিওতে তাকে আগামী নির্বাচনে ভোট প্রদানের আহ্বানও জানানো হয়েছে। খবর এনডিটিভির।
ভিডিওতে নায়ক বাহুবলী রাওয়াতের শক্তিমত্তার দিকে বিস্মিত হয়ে তাকিয়ে ছিলেন ঋষিরূপি নরেন্দ্র মোদি ও ভক্ত অমিত শাহ।
এতে ভারতের উত্তরখাণ্ড প্রদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা আরও বেশ কয়েকজন রাজনীতিবিদকে দেখানো হয়েছে।
ট্রল ভিডিওটি শেয়ারের পর এখন পর্যন্ত দুই লাখেরও বেশিবার দেখা হয়ে গেছে। ভিডিওটি শেয়ার হয়েছে ৫ হাজারেরও বেশিবার।
এদিকে ভিডিও শেয়ারের পর তা নিয়ে অনলাইন ও অফলাইনে চলছে আলোচনা সমালোচনা।
তবে এ ভিডিওর বিষয়ে রাওয়াত ও তার দল কংগ্রেস কোনোভাবে জড়িত নয় বলে দাবি করা হয়েছে।
প্রসঙ্গত, উত্তরখাণ্ড রাজ্যে গত নির্বাচনে হাডাহাড্ডি লড়াই করে ক্ষমতায় যায় কংগ্রেস।