এবার পাকিস্তানি যুদ্ধবিমান বিধ্বস্ত করল ভারত

পপুলার২৪নিউজ ডেস্ক:

আকাশসীমা লঙ্ঘন করায় পাকিস্তানের একটি এফ-১৬ যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলে দাবি করেছে ভারতীয় বাহিনী।

ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, বুধবার সকালে রাজৌরি জেলার নওশেরা সেক্টরের লাম উপত্যকায় যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়।

ভারতীয় সেনা সূত্রে জানা গেছে, আজ সকালে মার্কিন প্রযুক্তিতে তৈরি পাকিস্তানের চারটি এফ-১৬ বিমান নওশেরায় ঢুকে পড়ে।

বিষয়টি রাডারে ধরা পড়তেই ভারতীয় সেনারা বিমানগুলো লক্ষ্য করে গুলি চালান। গুলিতে চারটি বিমানের মধ্যে একটি ভূপাতিত হয়।

তবে ওই বিমানের পাইলট বিমান থেকে ঝাঁপিয়ে নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে পালিয়ে যান।

এদিকে পাকিস্তানি সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর টুইটারে বলেন, পাকিস্তান সীমান্তে ভারতীয় বিমানবাহিনীর দুটি বিমান গুলি করে ধ্বংস করা হয়েছে। এ ছাড়া ভারতের অংশেও আরেকটি বিধ্বস্ত হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকাশ্মীরে বোমা ফেলেছে পাক জঙ্গি বিমান : পিটিআই
পরবর্তী নিবন্ধভারতীয় দু’টি বিমান ভূপাতিত করার দাবি পাকিস্তান সেনাবাহিনীর