রাজনৈতিক অস্থিরতার কারণ নির্ধারিত সিরিজ বাতিল করায় এমনিতেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে (পিসিবি) রেষারেষি চলছে বিসিসিআইয়ের। আইসিসি বরাবর ক্ষতিপূরণ চেয়ে মামলাও করেছে পিসিবি। এর মধ্যেই হতে যাচ্ছে পট পরিবর্তন। চলতি বছরের শেষেই ভারতে বসছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের আসর। সেই টুর্নামেন্টে পাকিস্তানকে খেলানোর জন্য কেন্দ্রীয় সরকারের কাছে তদ্বির শুরু করে দিল ভারতীয় বোর্ড।
রাজনৈতিক উত্তাপের কারণে শেষ সাড়ে ৪ বছরে দুই দল কখনও পরস্পর পরস্পরের মুখোমুখি হয়নি দুই দেশেই। এবার পাকিস্তানকে এদেশে এনে যুব এশিয়া কাপে খেলাতে মরিয়া বোর্ড। তাই কেন্দ্রীয় সরকারের কাছে অনুমতি চাওয়া হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বিসিসিআই কর্মকর্তার বরাত দিয়ে ভারতের একটি প্রথম সারির সংবাদমাধ্যম জানিয়েছে, ‘বোর্ড কেন্দ্রীয় সরকারের কাছে অনুমতি চেয়েছে যাতে সুষ্ঠুভাবে যুব এশিয়া কাপ আয়োজন করা যায়। স্বাভাবিক পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে ছাড়পত্র পেতে অসুবিধা হয় না। তবে পাকিস্তান থেকে একটি দল আসার কথা থাকায় জটিলতা তৈরি হয়েছে।
‘তিনি আরও বলেন, ‘দ্বিপাক্ষিক সিরিজে দুই দল মুখোমুখি যাতে না হয় এটাই কেন্দ্রীয় সরকারের নীতি। তবে আন্তর্জাতিক কোনো টুর্নামেন্টের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের অবস্থান কী হয় সেটাই এখন দেখার বিষয়। ‘
২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে সর্বশেষ ভারতে গিয়েছিল পাকিস্তান। কড়া নিরাপত্তায় পাকিস্তান ভারতে পৌঁছালেও ভেন্যু নির্ধারণ নিয়ে একটু গোলোযোগের সৃষ্টি হয়। শেষ পর্যন্ত ধর্মশালার পরিবর্তে পাকিস্তান ইডেনে ম্যাচ খেলার অনুমতি পায়। এর আগে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী বিজয় গোয়েল স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, দ্বিপাক্ষিক সিরিজ কোনোমতেই খেলবে না ভারত। শেষপর্যন্ত এশিয়া কাপের মতো টুর্নামেন্ট আয়োজন করতে গিয়ে পাকিস্তান ইস্যুতে এখন বিব্রতকর অবস্থায় বিসিসিআই।