রোববার দুপুরে উপজেলার ভাবিচা ইউনিয়নের রনসা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে এটি উদ্ধার করা হয়।
অ্যাশ কালার টয়োটা কারিনা প্রাইভেট কারটির রেজিস্ট্রেশন নং- ঢাকা মেট্রো-গ-২৩৭৩।
উপজেলার প্রত্যন্ত এলাকায় মালিকবিহীন এমন দামি গাড়ি পড়ে থাকায় জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
নিয়ামতপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, মালিকবিহীন একটি প্রাইভেটকার পড়ে আছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই স্থান থেকে গড়িটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ সময় গাড়িটির সামনের দুই পাশের দরজার দুটি গ্লাস ভাঙা ছিল। গাড়িটি সম্পূর্ণ সচল এবং গাড়ির চাবিও সেখানেই ছিল।
রনসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিনয় বাবু জানান, তিনি স্কুলের এক ছাত্রের মুখে প্রথম শুনেন তার স্কুলের মাঠে একটি প্রাইভেটকার রয়েছে। পরে তিনি বিদ্যালয়ে এসে বিভিন্নভাবে গাড়ির মালিকের খোঁজ করেন এবং বিষয়টি ইউপি চেয়ারম্যানকে জানান।
ইউপি চেয়ারম্যান থানা পুলিশকে সংবাদ দিলে পুলিশ গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিয়ামতপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি জিডি করা হয়েছে। তবে এখন পর্যন্ত গাড়ির মালিকের কোনো সন্ধান পাওয়া যায়নি।