ভার্চুয়াল রিয়ালিটি (ভিআর) প্রযুক্তির সঙ্গে অনেকেই পরিচিত। তবে এতদিন ভার্চুয়াল রিয়ালিটি শুধু দৃশ্য ও শব্দের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এবার তার সঙ্গে যুক্ত হতে চলেছে আরও কিছু ফিচার, যার মধ্যে রয়েছে ঠাণ্ডা-গরম ও যন্ত্রণার অনুভূতি। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ডেইলি মেইল।
থার্মোরিয়াল প্রযুক্তির মাধ্যমে ভার্চুয়াল রিয়ালিটির জগতে ভবিষ্যতে ঠাণ্ডা, গরম ও ব্যথা অনুভব করা যাবে। ফলে আরও বাস্তব হয়ে উঠবে ভার্চুয়াল রিয়ালিটির জগৎ।
নতুন ভিডিও গেমে অভিনব এ ফিচার যুক্ত করতে যাচ্ছে টেগওয়ে নামে একটি কোরিয়ান কম্পানি। থার্মো ইলেকট্রিক ডিভাইসটি তাপমাত্রা ৪-৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠানামা করতে পারবে। এটি ব্যবহার করে একই স্থানে বসেও ঠাণ্ডা বা গরম দুই রকমেরই অনুভূতি পাওয়া সম্ভব।
এর অনুভূতি পাওয়ার জন্য আপনি যে ডিভাইস দিয়ে ভিডিও গেম খেলেন সেখানে স্বচ্ছ আস্তরণের থার্মোরিয়ালটি যুক্ত করতে হবে। এর ফলে ভিডিও গেমে দৃশ্য পাল্টানোর সঙ্গে সঙ্গে এর তাপমাত্রাও ওঠানামা করবে।
এরপর আপনি যখন গেমের বরফের দেশে ঘুরবেন তখন ঠাণ্ডা অনুভব করবেন আবার মরুভূমিতে বিচরণ করলে গরম অনুভূতি পাবেন।