এবার ছেলেকে নিয়ে বিতর্কে ইনজামাম

পপুলার২৪নিউজ ডেস্ক:

ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার পর সেদেশের ক্রিকেট বোর্ডে বড় ধরনের রদবদল হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নিযুক্ত হয়েছেন এহসান মানি; যিনি আইসিসির সাবেক প্রেসিডেন্ট। এরপর পিসিবি প্রধানের উপদেষ্টা পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে শোয়েব আখতারকে। এবার কী ইনজামাম-উল-হকের পালা?

পাকিস্তানের গণমাধ্যমে এরকমই গুজব। খবরে বলা হয়েছে, প্রধান নির্বাচক ইনজামাম স্বজনপ্রীতির আশ্রয় নিয়ে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলে নিজের ছেলে ইবতাসাম-উল-হককে সুযোগ করে দেয়ার জন্য বাসিত আলীকে অনুরোধ করেছেন। সাবেক পাকিস্তানি ব্যাটসম্যান বাসিত আলী অনূর্ধ্ব-১৯ দলের প্রধান নির্বাচক।

ইনজামাম ও বাসিত আলী দু’জনই অভিযোগ অস্বীকার করেছেন। বিতর্কের পরিপ্রেক্ষিতে পিসিবির নতুন প্রেসিডেন্ট এহসান মানি ও ইনজামামের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় ইনজামামকে কাজ চালিয়ে যেতে বলা হয়।

এর আগে নিজের ভাতিজা ইমাম-উল-হককে পাকিস্তান জাতীয় দলে নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন সাবেক তারকা ব্যাটসম্যান ইনজি। ইমাম অবশ্য নিজের যোগ্যতা প্রমাণ করে বিতর্ক ধামাচাপা দিয়েছেন। এবার ছেলেকে নিয়ে বিতর্কে জড়ালেন ইনজামাম।

পূর্ববর্তী নিবন্ধঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট
পরবর্তী নিবন্ধদমকা বাতাস, বৃষ্টি নিয়ে ফ্লোরেন্স যুক্তরাষ্ট্রে