এবার করোনায় উহান হাসপাতাল প্রধানের মৃত্যু

পপুলার২৪নিউজ ডেস্ক :

প্রাণঘাতী করোনাভাইরাসে এবার উহান উচ্যাং হাসপাতালের প্রধানের মৃত্যু হয়েছে। দেশটির স্থানীয় সময় মঙ্গলবার সকাল সাড়ে ১০ টা নাগাদ তিনি মারা যান।

খবরে বলা হয়েছে, লিউ ঝিমিং নামে ওই চিকিৎসক হুবেই প্রদেশের উচ্যাং হাসপাতালের প্রধান ছিলেন। এনিয়ে দেশটিতে করোনাভাইরাসে দুই প্রখ্যাত চিকিতসকের মৃত্যু হলো।

এর আগে করোনাভাইরাস সম্পর্কে প্রথম অবহিত করা চিকিৎসক লি ওয়েলিয়াং এর মৃত্যুতে দেশটিতে শোক ও চরম ক্ষোভের সৃষ্টি হয়।

এদিকে সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত চিকিৎসাকর্মীর সংখ্যা ৩ হাজার ১৯ জন। এদের মধ্যে ১ হাজার ৬ শ ৮৮ জনের অবস্থা আশঙ্কাজনক। তবে চীন সরকার জানায় আক্রান্ত চিকিৎসাকর্মীর সংখ্যা ১৭ শ’ এর বেশি।

এছাড়া নতুন করে করোনাভাইরাসে ভাইরাসে চীনে আরও ৯৮ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৮ শ ৬৮ জনে দাঁড়ালো। সেইসঙ্গে আক্রান্তের সংখ্যা ৭২ হাজার ছাড়িয়েছে।

চীনের বাইরে প্রায় ৩০টি দেশে করোনাভাইরাস আক্রান্ত রোগী পাওয়া গেছে। চীনের মূল ভূখণ্ডের বাইরে তাইওয়ান, ফ্রান্স, হংকং, ফিলিপাইন এবং জাপানে পাঁচ জন মারা গেছেন।

গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়। রয়টার্স, সিএনবিসি।

পূর্ববর্তী নিবন্ধগার্মেন্টস ও শিল্প কারখানায় ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের নির্দেশ
পরবর্তী নিবন্ধখালেদা জিয়ার প্যারোল নিয়ে কাদেরের সঙ্গে কথা হয়নি: ফখরুল