এবার ইসরাইলে ভ্রমণ নিষেধাজ্ঞা

পপুলার২৪নিউজ ডেস্ক:
এবার ইসরাইলে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে একটি আইন পাস করেছে দেশটির পার্লামেন্ট।

কোনো ব্যক্তি ইহুদি রাষ্ট্র ইসরাইলকে বয়কটের দাবি জানালে তাকে ইহুদিবাদী দেশটিতে প্রবেশের ভিসা দেয়া হবে না।

সোমবার সন্ধ্যায় এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। খবর এএফপির।

বিবৃতিতে বলা হয়, নেসেট (পার্লামেন্ট) ইসরাইলে প্রবেশ সংক্রান্ত এক বিলের দ্বিতীয় ও তৃতীয় পাঠ শেষে তা অনুমোদন করেছে। যদি বিদেশী কোনো ব্যক্তি প্রকাশ্যে ইসরাইলকে বয়কটের আহ্বান জানায়, কিংবা যদি এমন কোনো সংগঠনে সক্রিয় থাকেন, যেটি ওই দাবিকে সমর্থন করে বা প্রকাশ্যে এ ব্যাপারে আহ্বান জানায়, তবে তাকে ইসরাইলে প্রবেশের ভিসা প্রদান করা হবে না এবং ইসরাইলে স্থায়ী বসবাসের অনুমতি দেয়া হবে না।’

গত ৫০ বছর ধরে বিশ্বব্যাপী ইসরাইলকে বয়কটের আন্দোলন চলছে। বয়কট, ডিভেস্টমেন্ট অ্যান্ড স্যাংকশন্স (বিডিএস) নামের একটি আন্দোলন বিশ্বব্যাপী এ ব্যাপারে জনমত তৈরি করছে।

কিন্তু কূটনৈতিক ও অন্য কৌশলে এ চাপ মোকাবেলা করে আসছে দেশটি। ইসরাইলের দাবি এ ধরনের আন্দোলন ইহুদি বিদ্বেষ প্রসূত। দেশটি বয়কটের প্রচারণাকে কৌশলগত হুমকি হিসেবে বিবেচনা করে।

পূর্ববর্তী নিবন্ধআদালতে বদরুল
পরবর্তী নিবন্ধশুভাশিসেই মেন্ডিসের দ্বিতীয় জীবন