এবার আয়কর দিবসের র‌্যালি হচ্ছে না

নিজস্ব প্রতিবেদক:

মহামারি করোনাভাইরাসের কারণে চলতি বছর আয়কর দিবসের র‌্যালি ও আলোচনা সভা হবে না বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

রোববার (২৯ নভেম্বর) সেগুনবাগিচায় এনবিআর সম্মেলন কক্ষে মাসব্যাপী করসেবা প্রদান ও ৩০ নভেম্বর জাতীয় আয়কর দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, করোনার কারণে কোনো অনুষ্ঠান হচ্ছে না। তবে আলোচনা সভা হবে ভিডিও কনফারেন্সিং অ্যাপ জুমে। স্বল্প পরিসরে কিছু ট্যাক্স কার্ডও দেয়া হবে।

এদিকে আয়কর রিটার্ন কীভাবে আরও সহজ করা যায় তা নিয়ে কাজ চলছে বলেও জানান এনবিআর চেয়ারম্যান।

 

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধু রেলসেতুর ভিত্তি স্থাপন করলেন প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধসোনালী ও জনতার সিনিয়র অফিসারের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ