এবার আমরণ অনশনে এমপিওভুক্ত শিক্ষকরা

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

বেসরকারি শিক্ষা জাতীয়করণের দাবিতে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা এবার আমরণ অনশন শুরু করেছেন।

সোমবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ অনশন শুরু হয়। বেসরকারি শিক্ষা জাতীয়করণ লিয়াজোঁ ফোরামের ডাকে এ অনশন চলছে।

ফোরামের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান জানান, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দাবি পূরণের ঘোষণা না আসা পর্যন্ত এ অনশন চলবে।

গত ১০ জানুয়ারি থেকে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক–কর্মচারীরা।

তারা আগেই ঘোষণা দিয়েছিলেন, রোববারের মধ্যে দাবি পূরণ না হলে সোমবার থেকে আমরণ অনশন শুরু করবেন।

অন্যদিকে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবিতে ওই সব মাদ্রাসার শিক্ষক সোমবার সপ্তম দিনের মতো আমরণ অনশন করছেন।

স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাশিক্ষক সমিতির মহাসচিব কাজী মোখলেছুর রহমান জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ অনশন চলবে।

আন্দোলনকারী শিক্ষকরা জানান, এ অনশনে সোমবার ১২ শিক্ষক নতুন করে অসুস্থ হয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধটেলরকে ফেরালেন মোস্তাফিজ
পরবর্তী নিবন্ধভোলার ভেদুরিয়ায় দেশের ২৭তম গ্যাসক্ষেত্র