পপুলার২৪নিউজ ডেস্ক :
প্রকৃতিতে বেশ ভীতিকর প্রভাব ফেলেছে সাম্প্রতিক সূর্যগ্রহণ। এ ঘটনায় ফুটে থাকা ফুলগুলো তাকের পাঁপড়িগুলো গুটিয়ে নিয়েছে। তেমনই লাখ লাখ স্যামন ভেসে আসে উপকূলে। এ ঘটনাগুলো পর্যবেক্ষণ করেছেন বিজ্ঞানীরা।
সূর্যগ্রহণকালে অন্যান্য প্রাণীর আচরণ দেখার জন্য পরীক্ষামূলকভাবে কিছু প্রজেক্ট হাতে নেওয়া হয়। এর জন্য একটি অ্যাপও চালু করা হয়। ওটার মাধ্যমে যেকোনো মানুষকে উৎসাহিক করা হয়েছে প্রকৃতির অদ্ভুত আচরণ দেখলেই তা রেকর্ড করে রাখার জন্য। বিভিন্ন অঞ্চল থেকে পাঠানো মানুষের পর্যবেক্ষণগুলো জোগাড় করতে যাবতীয় দায়িত্ব সম্পন্ন করেন সান ফ্রান্সিসকোর ক্যালিফোর্নিয়া একাডেমি অব সায়েন্সেস এর সিটিজেন সায়েন্স রিসার্চ ডিরেক্টর রেবেকা জনসন।
বিজ্ঞানীরা দেখেছেন, সূর্যগ্রহণ কেবল মানুষকেই আচরণকেই উদ্ভুত করেছে তা নয়, অন্যান্য প্রাণি আর উদ্ভিদেও প্রভাব ফেলেচে। ভয় পেয়ে যাওয়া ঘোড়া আর ক্ষুধার্ত মাছের নানা ব্যবহার প্রকাশ পেয়েছে। তাদের আচরণের কিছু নমুনা দেখে নিন।