এফডিসির এমডির পদত্যাগ চেয়ে আন্দোলনে চলচ্চিত্রের ১৮ সংগঠন

বিনোদন ডেস্ক: এফডিসির এমডির পদত্যাগ চেয়ে আন্দোলনে চলচ্চিত্রের ১৮ সংগঠন
গতকাল শুক্রবার (২৮ জানুয়ারি) ছিল বাংলাদেশ শিল্পী সমিতির নির্বাচন। এদিন এফডিসিতে প্রবেশ করতে দেয়া হয়নি চলচ্চিত্রের ১৭টি সংগঠনের সদস্যদের। এ বিষয়টি অপমানজনক দাবি করে এফডিসির এমডি নুজহাত ইয়াসমিনের পদত্যাগ দাবি করেছেন সংগঠনের নেতারা।

আজ শনিবার (২৯ জানুয়ারি) ১৮ সংগঠনের পক্ষে এফডিসির এমডির পদত্যাগ দাবির ঘোষণা দেন পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান। এসময় তিনি লাগাতার কর্মবিরতির ঘোষণা দিয়ে আগামীকাল থেকে মানববন্ধন চলবে বলেও জানান।

পূর্ববর্তী নিবন্ধমুশফিকের খুলনা হারালো সাকিবের বরিশাল
পরবর্তী নিবন্ধবাংলাদেশে প্রথম জেনারেটর টেস্টিং ল্যাব স্থাপন করল এনার্জিপ্যাক