এফডিসিতে বিজয় দিবসের আয়োজন

বিনোদন ডেস্ক : আজ (১৬ ডিসেম্বর) সকাল থেকে বিএফডিসি তারকাদের পদচানায় মুখরিত। বিজয়ের উৎসবের আমেজ লেগেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি)। বিজয় দিবসের সকাল থেকেই সেখানে চলছে বিজয় উৎসব।

চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের কর্মীদের পাশাপাশি বহিরাগত লোকজনের ভিড়ও ছিল চোখে পড়ার মতো। এফডিসিজুড়ে ভিড় ছিল বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি আয়োজিত বিজয় দিবসের অনুষ্ঠানে আসা অতিথিদের।

পরিচালক সমিতির কার্যালয়ের সামনে গেলেই দেখা যায়, সব সদস্য সেখানে শুভেচ্ছা জানাচ্ছেন অতিথিদের। লাল গোলাপ বিতরণ করে চলছে শুভেচ্ছা বিনিময়। চলচ্চিত্র পরিচালক সমিতির যুগ্ম মহাসচিব অপূর্ব রানার সঙ্গে কথা হলো। তিনি জানালেন, সকালে পায়রা উড়িয়ে বিজয় দিবস উপলক্ষে কর্মসূচি শুরু করেছেন তারা।

ফ্রি মেডিকেল ক্যাম্প কর্মসূচির আয়োজন করা হয়েছে। পরিচালক মনতাজুর রহমান আকবর বলেন, এরকম আয়োজন খুব ভালো লাগছে। যা ভাষায় প্রকাশ করতে পারছি না।

এদিকে শিল্পী সমিতির পক্ষ থেকে ১১টার দিকে শ্রদ্ধা নিবেদন করা হয় স্বাধীনতার বীর শহীদদের প্রতি। দুপুর ১২টার দিকে নায়ক ফেরদৌসকে সংবর্ধনা দেওয়ার হয়।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে নৌকা প্রতীকে নির্বাচনে অংশ নেবেন ফেরদৌস। তার এমন সাফল্যে নানাভাবেই সহকর্মীরা শুভেচ্ছা জানাচ্ছেন।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় স্মৃতিসৌধে বিএইচবিএফসি’র শ্রদ্ধা নিবেদন
পরবর্তী নিবন্ধজাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা