এপিএ বাস্তবায়নে আবারও ১ম স্থান অর্জন করল বিএইচবিএফসি

নিজস্ব প্রতিবেদক:

২০২২-২৩ অর্থবছরের স্বাক্ষরিত বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়নে রাষ্ট্র-মালিকানাধীন অ-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান ক্যাটাগরীতে টানা ৪র্থ বারের মতো প্রথম স্থান অর্জন করেছে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি)।
৩০ আগস্ট, অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি) কর্তৃক জারীকৃত এক মূল্যায়ন পত্রে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

২০২২-২০২৩ অর্থবছরে এপিএ বাস্তবায়নে বিএইচবিএফসি রাষ্ট্রায়ত্ত্ব সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে সর্বোচ্চ ৯৯ দশমিক ৫৯ শতাংশ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করে। এপিএ বাস্তবায়নে টানা চতুর্থ বারের মতো প্রথম স্থান অর্জন করায় বিএইচবিএফসি’র ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল মান্নান অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব জনাব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ এবং বিএইচবিএফসি পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। একই সাথে বিএইচবিএফসি’র সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীকে ধন্যবাদ জানিয়ে এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

পূর্ববর্তী নিবন্ধমুক্তিযুদ্ধের বিজয়ের প্রতিশোধে ১৫ আগস্টের হত্যা: প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধসাইবার নিরাপত্তা আইন ডিজিটাল নিরাপত্তা আইনের কপি পেস্ট: টিআইবি