এনসিসি ব্যাংকের উদ্যোগে স্বল্পসুদে ঋণ পাবেন কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা

পপুলার২৪নিউজ ডেস্ক:

এনসিসি ব্যাংক এর উদ্যোগে বাংলাদেশ ব্যাংকের রিভলবিং রিফাইন্যান্স স্কীম এর আওতায় কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থ নিম্ন আয়ের পেশাজীবী, কৃষক এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের বিশেষ ঋণ সুবিধা দেওয়া হচ্ছে। এ লক্ষ্যে এনসিসি ব্যাংক সম্প্রতি মাইক্রোক্রেডিট ফিন্যান্সিয়াল ইনিস্টিটিউশন “আত্মবিশ্বাস” এর সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।
এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্ব) খন্দকার নাইমুল কবির এবং “আত্মবিশ্বাস” এর নির্বাহী পরিচালক মোঃ আকরামুল হক বিশ্বাস স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা এম.শামসুল আরেফিন, সিআরএম বিভাগের ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ শাহিদুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট ও ধানমন্ডি শাখার ব্যবস্থাপক মোঃ আফতাব উদ্দীন এবং আত্মবিশ্বাস এর পরিচালক মোঃ রফিকুল হক জোয়ার্দার ও মহাব্যবস্থাপক আবু সাদাত রিমুসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধকরোনায় ২৪ ঘণ্টায় আরও ২৭ মৃত্যু, শনাক্ত ১৪৪২
পরবর্তী নিবন্ধভিডিও ভাইরালের আগে ৩২ দিন পুলিশ কী করেছে, প্রশ্ন হাইকোর্টের