এনআরবিসি ব্যাংক ইসলামিক ব্যাংকিং কার্যক্রম শুরু করল

নিজস্ব প্রতিবেদক:প্রথাগত ব্যাংকিংয়ের পাশাপাশি শরীয়াহ্ ভিত্তিক ব্যাংকিং শুরু করেছে এনআরবিসি কমার্শিয়াল ব্যাংক। সোমবার (২০ জানুয়ারি) ব্যাংকের প্রধান কার্যালয়ে ‘আল আমিন’ ইসলামিক ব্যাংকিং নামে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ। অনুষ্ঠানে এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমালের সভাপতিত্বে এনআরবিসি ‘আল আমিন’ ইসলামিক ব্যাংকিং উইন্ডোর শরীয়াহ্ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান এম আজিজুল হক ছাড়াও সংসদ সদস্য, ব্যাংকের শেয়ারহোল্ডার এবং শরীয়াহ্ সুপারভাইজরি কমিটির সদস্য সেলিনা ইসলাম, প্রফেসর সৈয়দ শাহজাহান, চৌধুরী ফজলে ইমাম, এয়ার চিফ মার্শাল আবু এশরার উপস্থিত ছিলেন।

ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, শরীয়াহ্ ভিত্তিক এ কার্যক্রম ব্যাংকের প্রধান শাখাসহ গুলশান, রাজশাহী, ও আর নিজাম রোড- চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রংপুর ও সিলেট শাখায় একযোগে শুরু হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সময়ে অর্থনীতির সমৃদ্ধিতে ইসলামিক ব্যাংকিং অন্যরকম গুরুত্ব বহন করে। গ্রাহক এনআরবিসি ইসলামিক ব্যাংকিং উইন্ডো ‘আল আমিন’-এ প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার পাবে বলে আশা করি।

 

পূর্ববর্তী নিবন্ধলিবিয়ায় যুদ্ধ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠায় একমত বিশ্বনেতারা
পরবর্তী নিবন্ধটেকনাফে মালয়েশিয়াগামী ২৩ রোহিঙ্গা উদ্ধার