এজলাস কক্ষে উপচে পড়া ভিড়, চলে গেলেন বিচারপতি

পপুলার২৪নিউজ প্রতিবেদক :

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানিতে আইনজীবীদের অতিরিক্ত উপস্থিতির কারণে এজলাস থেকে উঠে গেছেন বিচারপতিরা।

রোববার দুপুর ২টার পরে বিচারপতি এম ইনায়েতুর রহীম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত বেঞ্চে জামিন আবেদনের শুনানি শুরুর পর পরই এ ঘটনা ঘটে।

এজলাসের ভেতর আইনজীবীদের ভিড় কমানোর নির্দেশ দেন আদালত। এরপর এজলাসের ভেতর থেকে অতিরিক্ত আইনজীবীদের বের করে দেয়ার পর পুনরায় শুনানি শুরু হয়।

খালেদা জিয়ার জামিনের জন্য গত বৃহস্পতিবার হাইকোর্টে আবেদন করেছিলেন তার আইনজীবীরা। আবেদনে ৩১টি যুক্তি দেখিয়ছেন সাবেক এই প্রধানমন্ত্রীর আইনজীবীরা।

পূর্ববর্তী নিবন্ধপ্রয়াত পৌর মেয়র জগলুলের মাতার মৃত্যু
পরবর্তী নিবন্ধখালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি শুরু