এখন আমাদের ট্রফি জেতার সময়: রদ্রিগো

স্পোর্টস ডেস্ক : ১৯৯৪ সালের বিশ্বকাপে তখনকার অন্যতম শক্তিশালী দল ইতালিকে টাইব্রেকারে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। ঠিক ৩০ বছর পর আবারো সেই যুক্তরাষ্ট্রে হচ্ছে আরেকটি টুর্নামেন্ট। বিশ্বকাপ না হলেও লাতিন আমেরিকার সেরা টুর্নামেন্ট কোপা আমেরিকা বসতে যাচ্ছে এবার।

২০০২ সালের পর আর বিশ্বকাপ ট্রফি জেতা হয়নি ব্রাজিলের। ২০১৯ সালে শেষবার কোপা জিতেছিল তারা। জাতীয় দলে এসেছে নতুন প্রজন্ম। এই প্রজন্মের অন্যতম সেরা ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগো। তারা দলের হাল ধরেছেন এখনই।

যুক্তরাষ্ট্রে হওয়া কোপা আমেরিকা জেতার সময় এখনই মনে করেন রিয়াল মাদ্রিদে খেলা রদ্রিগো।

তিনি বলেন, ‘এখানে খেলাটা সবসময়েই বিশেষ কিছু। এখানে ব্রাজিল অতীতে জিতেছে। সবাই খবর দেখছে, সবাই আমাদের সম্পর্কে জানে। আমরা কীভাবে প্রস্তুতি নিয়ে এসেছি সবাই জানে। আমার মনে হয়, এখনই আমাদের ট্রফি জয়ের সময়। এই ট্রফি জেতাটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ।’

নতুন প্রজন্মের ফুটবলারদের জন্য এই ট্রফি জয়টা অনেক দরকারী মনে করে রদ্রিগো বলেন, ‘আমাদের প্রজন্মে অনেক দক্ষতা সম্পন্ন ফুটবলার রয়েছে। কিন্তু আমাদের একটা ট্রফি দরকার। আমরা আমাদের দক্ষতা প্রমাণ করতে চাই। আমরা একটা ভালো জায়গায় আছি এবং এটার ধারাবাহিকতা রক্ষা করতে চাই।’

পূর্ববর্তী নিবন্ধআগামী বছরও বাংলাদেশ থেকে ১২৭১৯৮ জন হজে যেতে পারবেন
পরবর্তী নিবন্ধদুবাইয়ে ইধিকার সঙ্গে মঞ্চ মাতালেন নিরব