জেলা প্রতিনিধি
এখনো মিথ্যা মামলা বন্ধ করা যায়নি বলে উল্লেখ করেছেন সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
তিনি বলেন, বিগত সময়ে (আওয়ামী সরকার) পুলিশ বাদী হয়ে ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মামলা করেছে। তবে ৩৬ জুলাইয়ের (৫ আগস্টের) পর পুলিশ কোনো মামলা করেনি। বিগত সময় ৭০০ মানুষ গুম হয়েছে, বর্তমানে তা বন্ধ। বিগত সরকার সাড়ে চার হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করেছে। এখন বিচারবহির্ভূত হত্যা বন্ধ হয়েছে। কিন্তু এখনো মিথ্যা মামলা বন্ধ করতে পারিনি।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ নগরীর একটি রিসোর্টে এক কর্মশালায় তিনি এসব কথা বলেন। এ কর্মশালায় বিভাগের চার জেলার বিচার বিভাগ, প্রশাসন ও পুলিশ কর্মকর্তারা অংশ নেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, গত ১৫ বছরে যেসব মানুষ গণতন্ত্রের জন্য জীবন দিয়েছেন, তাদের রক্তের ঋণ শোধ করতে হবে। আকাশের যত তারা, আইনের তত ধারা আছে। আমরা এসেছি ইতিহাসের যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে নতুন ইতিহাস রচনা করতে। আমরা এসেছি শহীদদের রক্তের দায় থেকে গণতান্ত্রিক রাষ্ট্র উপহার দিতে। এ যাত্রায় ফেল করলে দেশের গণতন্ত্র সার্বভৌমত্ব হারাবে।
ফ্যাসিজমকে বিচারের মুখোমুখি হতে হবে উল্লেখ করে তিনি বলেন, আমরা সতর্কতার সঙ্গে দেখেছি, গত ১৫ বছর কীভাবে কারা ফ্যাসিজমের পক্ষ নিয়েছেন, এখনো অনেকে মদদ দিচ্ছেন। কিন্তু ফ্যাসিজমকে বিচারের মুখোমুখি হতে হবে।
এসময় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেন, বিচার বিভাগ, প্রশাসন ও পুলিশ কোনো অঙ্গ যদি সঠিকভাবে কাজ না করে, তাহলে তার প্রভাব অন্যদের ওপর পড়ে। ৫ আগস্টের আগে কেউ বাধ্য হয়ে, কেউ অতি উৎসাহিত হয়ে নানা অপকর্ম করেছেন। ৫ আগস্টের পর মামলার হিড়িক পড়ে। তখন কিছু করার ছিল না। নিরীহ কোনো লোককে গ্রেফতার না করতে কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছিল। পরিবর্তিত পরিস্থিতিতে মামলাগুলোর তদন্তে যে অসুবিধা হচ্ছে, সে সম্পর্কে বিচার বিভাগ বিবেচনায় নেবে।
কর্মশালায় আরও বক্তব্য দেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোকতার আহমেদ, রেঞ্জ ডিআইজি ড. আশরাফুর রহমান, ময়মনসিংহের সিনিয়র জেলা ও দায়রা জজ মমতাজ পারভীন প্রমুখ