এরপর ১২ বছর পার হয়ে গেছে। অস্ট্রেলিয়ার মাটিতে ক্রিকেটের কোনো ফর্মেটেই জিততে পারেনি পাকিস্তান। এই ১২ বছরে দুই দলের অনেক ক্রিকেটারই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন।
২০০৫ সালের ওই ম্যাচে আব্দুল রাজ্জাক, শহীদ আফ্রিদি ও রানা নাভিদ-উল-হকের অলরাউন্ড নৈপুণ্যে জয় পেয়েছিল পাকিস্তান। ওই দলের মাত্র একজন ক্রিকেটার বর্তমান দলের হয়ে খেলেছেন। তিনি শোয়েব মালিক।
তবে অস্ট্রেলিয়ার হয়ে ওই ম্যাচে খেলা কোনো ক্রিকেটারই বর্তমান দলে নেই। সবাই অবসর নিয়েছেন।
টেস্ট সিরিজ হোয়াইটওয়াশ হওয়া পাকিস্তান দল রোববার দ্বিতীয় ওয়ানডেতে জিতল মোহাম্মদ হাফিজের নেতৃত্বে। এদিন নিয়মিত অধিনায়ক আজহার আলীর অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দেন দীর্ঘদিন পর দলে ফেরা হাফিজ।
হাফিজ এবং শোয়েব মালিকের ব্যাটে ভর করে ৬ উইকেটে জয় পায় পাকিস্তান।
মেলবোর্নে আগে ব্যাট করে ২২০ রানে অলআউট হয় অজিরা। জবাব দিতে নেমে ১৪ বল বাকি থাকতেই জয় পায় সফরকারীরা।