এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক :
মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ২৫২ রান করেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ তাদের সামনে টার্গেট ছিল ১৯৪ রানের। সহজই তো! যদিও সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ঘাম ঝরেছে টাইগ্রেসদের। ৫ উইকেটে জিতে এক ম্যাচ হাতে রেখে তিন ম্যাচের সিরিজও জিতে নিয়েছে নিগার সুলতানা জ্যোতি বাহিনী।

সিরিজের পরের ম্যাচটি ২ ডিসেম্বর।

শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ১৫ রানের মধ্যে মুর্শিদা খাতুনের উইকেট হারালেও ফারজানা হক ও শারমিন আক্তারের জুটিতে বাংলাদেশ ঘুরে দাঁড়ায়। এ দুজনের জুটি থেকে আসে ৮৫ রান। মুর্শিদা করেন ৬ রান। বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি ওয়ানডে রান ও সেঞ্চুরির মালিক ফারজানা ৮৯ বলে ৫০ রান করে আউট হলে শারমিন আক্তারের সঙ্গে জুটি ভাঙে। ফারজানার এটা ১২তম অর্ধশতক।

এরপর আর ২৯ রান তুলতে আরও ২ উইকেট হারিয়ে চাপে পড়ে জ্যোতি বাহিনী। শারমিন আক্তার ৪৩ ও সোবহানা মোস্তারি ১৬ রান করে আউট হন। স্বর্ণা আক্তারকে নিয়ে দলপতি নিজেই সেই চাপ সামাল দেন। ৩৯ বলে জ্যোতি করেন ৪০ রান। জয়ের অল্প দূরে থাকতে আউট হন তিনি। স্বর্ণা জয় নিয়েই মাঠ ছাড়েন, ২৯ বলে ২৯ রান করেন তিনি। ফাহিমা খাতুন করেন ৪।

এর আগে অ্যামি হান্টারের ৬৮, ওরলা প্রেন্ডারগাস্টের ৩৭, লরা ডেলানির ৩৩ ও উনা রেমন্ডের ২১ রানে ভর করে ৬ উইকেটে ১৯৩ রান করে আয়ারল্যান্ড। বাংলাদেশের হয়ে ২ উইকেট নেন সুলতানা খাতুন। একটি করে উইকেট পান নাহিদা আক্তার ও স্বর্ণা। ডেলানি রানআউটের শিকার হন।

পূর্ববর্তী নিবন্ধশ্রীলঙ্কায় মূল্যস্ফীতি কমলো ৬১ বছরের মধ্যে সর্বোচ্চ
পরবর্তী নিবন্ধ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় রোববার