ভারতের ছত্তিশগড়ের পুলিশের বিরুদ্ধে দেশটির জাতীয় মানবাধিকার কমিশন এ অভিযোগ তুলেছে।
শনিবার কমিশন এক বার্তায় এসব তথ্য জানায়। বিষয়টি নিয়ে তারা সরকারকে নোটিসও প্রদান করেছে।
বার্তায় বলা হয়, অপরাধের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার পাশাপাশি নির্যাতিতদের জন্য ৩৭ লাখ টাকার অন্তর্বর্তী আর্থিক ত্রাণ দেয়ার জন্য সরকারকে বলেছে কমিশন।
কমিশন ধর্ষণের শিকার নারীদের প্রত্যেককে ৩ লাখ, যৌন নিপীড়নের শিকার নারীদের প্রত্যেককে ২ লাখ ও শারীরিকভাবে লাঞ্ছিতদের ৫০ হাজার রুপির সহায়তার পরামর্শ দিয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনের জেরে মানবাধিকার কমিশন এ তদন্ত কার্যক্রম পরিচালনা করে। তদন্তে পুলিশ কর্তৃক নারী নির্যাতন ও ধর্ষণের তথ্য-প্রমাণ মেলে।
২০১৫ সালে ইন্ডিয়ান এক্সপ্রেসের ওই প্রতিবেদনে বলা হয়, ছত্তিশগড়ের বিজাপুর জেলায় পাঁচটি গ্রামে এ নির্যাতন চালায় রাজ্যের পুলিশ সদস্যরা। গ্রামের অন্তত ৪০ নারী পুলিশের হাতে নির্যাতিত হয়। এদের মধ্যে ২ জনকে গণধর্ষণের অভিযোগ রয়েছে।
কমিশনের তদন্তে এ পাঁচগ্রাম ছাড়াও ২০১৬ সালে ১১ থেকে ১৪ জানুয়ারির মধ্যে অপর দুটি গ্রামের নারীদের ওপর পুলিশি নির্যাতনের তথ্য উঠে আসে।