এক বছরের মধ্যে জেরুজালেমে দূতাবাস সরাবে না যুক্তরাষ্ট্র

পপুলার২৪নিউজ ডেস্ক :

আগামী এক বছরের মধ্যে ইসরাইলের তেলআবিব থেকে মার্কিন দূতাবাস জেরুজালেমে স্থানান্তরের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

এর আগে ভারত সফররত ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন, এক বছরের মধ্যেই জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তর করা হবে।

এর পরই বুধবার নেতানিয়াহুর ওই দাবিকে নাকচ করে দেন ট্রাম্প। নেতানিয়াহুর বক্তব্য প্রসঙ্গে ট্রাম্প বলেন, বিভিন্ন পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র কথা বলছে। এখনই দূতাবাস হস্তান্তরের দিকে নজর দেয়া হচ্ছে না।

গত ডিসেম্বরে জেরুজালেমকে ইসরাইলের রাজধানীর স্বীকৃতি দেন ট্রাম্প। তার ওই ঘোষণায় যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোসহ দুনিয়াজুড়ে সমালোচনার জন্ম দেয়।

ট্রাম্পের ওই ঘোষণার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনও বলেছেন, তেলআবিব থেকে জেরুজালেমে দূতাবাস স্থানান্তরে অন্তত তিন বছর সময় লাগবে।

পূর্ববর্তী নিবন্ধফিলিস্তিনের মেরুদণ্ড ভাঙছে যুক্তরাষ্ট্র
পরবর্তী নিবন্ধশপথ নিলেন রসিক মেয়র মোস্তাফিজার