এক পাষণ্ড স্বামীর কাণ্ড!

পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
শৈশবে পিতাকে হাড়িয়ে নার্গিস বেগম চাচা জাকির মোল্লার আশ্রয়ে বড় হন। চাচাই তাকে বিয়ে দিয়েছেন। ওই ঘরে তার তিন সন্তান। বিয়ের পর থেকে নার্গিসের ওপর স্বামী সেলিম খন্দকারের নির্যাতন নেমে আসে। প্রতিনিয়ত কথায় কথায় স্বামীর নির্যাতনের যন্ত্রণা নিয়ে সন্তানদের মুখের দিকে তাকিয়ে সেলিমের সংসার করে আসছেন।

গত দু’দিন সেলিম স্ত্রীকে ঘরে আটকে রেখে যৌতুকের জন্য অমানবিক নির্যাতন করে।

নির্যাতিত নার্গিস শনিবার সকালে বাড়ি থেকে পালিয়ে এসে আমতলী হাসপাতালে ভর্তি হয়েছেন।

চিকিৎসকরা বলছেন, তার ডান চোখে ও শরীরে বড় ধরনের আঘাতের চিহ্ন রয়েছে।

জানা গেছে বরগুনার আমতলী উপজেলার নাচনাপাড়া গ্রামের মৃত ছিদ্দিক মোল্লার মেয়ে নার্গিসকে মাইঠা গ্রামের হাসান খন্দকারের ছেলে সেলিম খন্দকারের সাথে ২০০০ সালে বিয়ে হয়। বিয়ের সময় চাচা জাকির মোল্লা জামাতাকে নগদ ৫০ হাজার টাকা ও স্বর্ণালংকার দিয়েছিলেন।

নার্গিস অভিযোগ করেন, বিয়ের পর থেকে কারণে অকারণে তাকে স্বামী নির্যাতন করে আসছেন। তাদের সংসারে দু’মেয়ে , এক ছেলে রয়েছে।

গত বুধবার স্বামী সেলিম নার্গিসকে তার চাচার কাছ থেকে ঘর নির্মাণের জন্য ৫০ হাজার টাকা নিয়ে আসার জন্য পাঠিয়ে দেয়। চাচা ২০ হাজার টাকা দিয়ে বাকি ৩০ হাজার টাকা দিতে অস্বীকার করে। অসহায় নার্গিস ২০ হাজার টাকা নিয়ে বাড়ি ফিরে আসেন।

বৃহস্পতিবার সকালে এ বিষয় নিয়ে স্বামী ও স্ত্রী’র মধ্যে কথা কাটাকাটি এক পর্যায় দু’দিন ঘরের মধ্যে নার্গিসকে আটক রেখে অমানবিক নির্যাতন করে।

শনিবার সকালে নার্গিস বাড়ি থেকে পালিয়ে আমতলী হাসপাতালে ভর্তি হয়েছেন।

আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সের কমিউনিটি মেডিকেল অফিসার গৌরাঙ্গ হাজরা বলেন তার ডান চোখের মধ্যে রক্ত জমাট, চোখের নিচে লালচে ফুলা, নাকের উপরে আঘাত,বাম পায়ের গোড়ালির জয়েন্টসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

অভিযুক্ত সেলিম খন্দকারের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

আমতলী থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোঃ শহিদ উল্লাহ জানান, বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধগ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ
পরবর্তী নিবন্ধনড়াইলে বিদ্যালয়ের ভবনে রডের পরিবর্তে বাঁশ!