স্পোর্টস ডেস্ক : নানা নাটকীয়তায় হাইব্রিড মডেলে এশিয়া কাপ হচ্ছে দুই দেশ মিলিয়ে। প্রথমবারের মতো এমন আয়োজনে আরও এক প্রথমের সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব। টুর্নামেন্টের ৬টি দল হলেও সবার জন্য এক নিয়ম রাখেনি আয়োজক এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।
৬ দলের মধ্যে ভারত-পাকিস্তান পাচ্ছে আলাদা সুবিধা। শুধু দুই দলের ম্যাচের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে। অন্য দলগুলো এমন সুবিধা পাচ্ছে না। তাইতো শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলেন শুক্রবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে মন্তব্য করেন এক টুর্নামেন্টে দুই নীতি আগে কখনো দেখেননি তিনি।
ভারত-পাকিস্তান ছাড়া অন্য দলগুলোর প্রতি অন্যায় হচ্ছে কী না এমন প্রশ্নে হাথুরুসিংহে বলেন, ‘আমি আগে কখনো কোনো টুর্নামেন্টে এরকম কিছু দেখিনি। টুর্নামেন্টের মাঝপথে নিয়ম পরিবর্তন হওয়া আমার জন্য নতুন বিষয়।’
বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ হলেও ঘুরে-ফিরে ভারত-পাকিস্তান ম্যাচের রিজার্ভ ডে’র প্রসঙ্গ উঠে আসে। এর আগে দুইবার এড়িয়ে গিয়েছিলেন লঙ্কান এই কোচ। দুবারই তিনি বলেছিলেন, যেহেতু সিদ্ধান্ত হয়ে গেছে এটা নিয়ে আমি মন্তব্য করবো না। তবে তৃতীয়বার প্রশ্নে হাথুরুসিংহে জানান এটি তার জন্য প্রথম অভিজ্ঞতা।
আজ সকালে এক বিবৃতি দিয়ে এসিসি জানায় এশিয়া কাপে সুপার ফোরে ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচে থাকছে রিজার্ড ডে। বিরূপ আবহাওয়া কিংবা কোনো কারণে নির্দিষ্ট দিনে খেলা অনুষ্ঠিত না হলে ম্যাচ গড়াবে রিজার্ভ ডে-তে।
১০ সেপ্টেম্বর কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। এদিন খেলা না হলেও পরদিন হবে ম্যাচ। একই টিকিট দিয়ে দুইদিনই খেলা উপভোগ করতে পারবেন দর্শকরা।
এর আগে ক্যান্ডিতে ভারত-পাকিস্তান ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। এরপরই সমালোচনা শুরু হয় ক্যান্ডিতে এশিয়া কাপের ম্যাচ আয়োজন নিয়ে। তখন পুরো টুর্নামেন্টের সূচি-ভেন্যু বদলের কথাও উঠে। শেষ পর্যন্ত ভেন্যু বদল না হলেও রিজার্ভ ডে’র মতো বিকল্প সিদ্ধান্ত নেয় আয়োজকরা।