এক ছাদের নিচে কাপুর খানদান

 পপুলার২৪নিউজ ডেস্ক:

প্রয়াত অভিনেতা শশী কাপুরের স্ত্রী জেনিফার কেনডেল তিন দশক আগে কাপুর খানদানে ‘ক্রিসমাস লাঞ্চ’-এর রেওয়াজ শুরু করেন। বিলেতি মেয়ে জেনিফারের প্রবর্তিত এই প্রথা অল্প সময়ের মধ্যেই কাপুর পরিবারে জনপ্রিয় হয়। ১৯৮৪ সালে জেনিফার মারা যাওয়ার পর তাঁর স্বামী শশী ও সন্তানেরা মিলে এই ঐতিহ্য চালু রাখেন।

এ মাসের শুরুর দিকে শশী কাপুর পৃথিবীকে বিদায় জানান। তাই অনেকে হয়তো ভেবেছিলেন, তাঁর মুম্বাইয়ের জুহুর বাড়িতে এবার বড়দিনে বসবে না সেই পারিবারিক আড্ডার আসর। কিন্তু না, এবারও শশী কাপুরের বাড়ি সেজেছিল বড়দিনের সাজে। এই অভিনেতার ছেলে কুনাল কাপুর এ বছর বড়দিনের মধ্যাহ্নভোজের আয়োজন করেন।

কাপুর পরিবারের সবাই গত রোববার জড়ো হন এক ছাদের নিচে। হাসি, আনন্দ আর খাওয়াদাওয়ায় দারুণ সময় কেটেছে তাঁদের। আর পারিবারিক এই মিলনমেলার মধ্যমণি ছিল কারিনা কাপুর খান ও সাইফ আলী খানের ছেলে তৈমুর আলী খান। কাপুর খানদানের এখন তৈমুরই সবচেয়ে ছোট সদস্য।
বড়দিনে শশী কাপুরের বাড়িতে কারিনা ও সাইফের সঙ্গে একমাত্র সন্তান তৈমুর। ছবি: ইনস্টাগ্রাম

মামা রণবীর কাপুরের কোলে তৈমুর আলী খান। রণবীরের মা অভিনেত্রী নিতু সিং এই ছবির ক্যাপশন দিয়েছেন, ‘মধ্যাহ্নভোজের তারকা’। ছেলে নয়, নাতি তৈমুরকেই বড় তারকা মনে করছেন নিতু। ছবি: ইনস্টাগ্রাম

তিন মামা মিলে তৈমুরের মনোযোগ আকর্ষণের চেষ্টা করছেন। গতকাল দুপুরে মামা আদর জৈনের সঙ্গে পাঞ্জাবি গানের সঙ্গে নাচ করেছে তৈমুর। ছবি: ইনস্টাগ্রাম

একই ফ্রেমে রণধীর কাপুরের পুরো পরিবার। রণধীরের কোলে দুই নাতি তৈমুর ও কিয়ান। পেছনে দাঁড়িয়ে বড় মেয়ে কারিশমা কাপুর, ছোট মেয়ে কারিনা, নাতনি সমীরা, স্ত্রী ববিতা ও ছোট জামাতা সাইফ আলী খান। ছবি: ইনস্টাগ্রাম

সবার জন্য বড়দিনের উপহার নিয়ে হাজির হন ঋষি কাপুর ও নিতু সিং। ছবি: ইনস্টাগ্রাম

মা কারিনার কালো চশমাটি দখল করতে পেরে ছোট্ট তৈমুরের সে কী আনন্দ! ছবি: ইনস্টাগ্রাম

প্রয়াত অভিনেতা রাজ কাপুরের স্ত্রী কৃষ্ণা কাপুরের সঙ্গে তাঁর বড় ছেলে রণধীর কাপুরের তিন নাতি নাতনি। ছবি: ইনস্টাগ্রাম

কাজের ব্যস্ততায় কাজিনরা মিলে সব সময় এমন আনন্দ করার সুযোগ মেলে না। বিশেষ দিনগুলোতে একসঙ্গে হলে তাই কাপুর খানদানের এই তরুণ তুর্কিরা জমিয়ে আড্ডা দেন। ছবি: ইনস্টাগ্রাম

পূর্ববর্তী নিবন্ধখালেদা জিয়ার পক্ষে পরবর্তী যুক্তি উপস্থাপন বুধবার
পরবর্তী নিবন্ধআল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পর্ষদীয় অডিট কমিটির সভা অনুষ্ঠিত