এক্সপ্রেসওয়েতে মাইক্রোবাসচাপায় ট্রাফিক পুলিশসহ নিহত ২

জেলা প্রতিনিধি

মুন্সিগঞ্জের লৌহজংয়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মাইক্রোবাসচাপায় দায়িত্বরত ট্রাফিক পুলিশের এক কনস্টেবলসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

রোববার (২৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে পদ্মা সেতুর মাওয়া টোলপ্লাজার অদূরে পদ্মা সেতু উত্তর থানা মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত পুলিশ সদস্যের নাম মোতালেব হোসেন। তিনি ট্রাফিক পুলিশের কনস্টেবল পদে মাওয়ায় চাকরি করতেন। এছাড়া নিহত নারীর নাম-পরিচয় জানা যায়নি। গুরুতর আহত দুইজনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, এক্সপ্রেসওয়ে হয়ে ঢাকা থেকে শরীয়তপুরীরের দিকে যাচ্ছিল মাইক্রোবাসটি। সকাল সাড়ে ৯টার দিকে পদ্মা সেতু উত্তর থানা মোড় এলাকায় পৌঁছালে দ্রুত গতির গাড়িটি হঠাৎ বেপরোয়াভাবে বাক নিয়ে পদ্মা সেতু উত্তর থানার মোড়ে দাঁড়িয়ে থাকা এক নারী ও পুলিশ সদস্যসহ চারজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়।

গুরুতর আহত অবস্থায় পুলিশ সদস্যসহ তিনজনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে পুলিশ সদস্য মোতালেবের মৃত্যু হয়। আহত দুইজন চিকিৎসাধীন আছেন।

মাইক্রোবাসে থাকা এক যাত্রী বলেন, ‘ঢাকা থেকে ভালোভাবেই আসছিলাম। হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারিয়েছে। বলতেছিল, ভাই গাড়ি রাখতে পারতাছি না। এটা কইতে কইতেই দুর্ঘটনা হলো। কীভাবে, কী হলো কিছুই বুঝলাম না।’

পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন এ দুর্ঘটনায় দুইজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় চালক পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে।

পূর্ববর্তী নিবন্ধপদ্মা সেতু থেকে দৈনিক গড় আয় ২ কোটি ১৮ লাখ টাকা
পরবর্তী নিবন্ধসমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত